পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থন জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি মেঘালয়ের মুখ্যমন্ত্রীর - Meghalaya CM Conrad K Sangma

গোর্খাল্যান্ডের দাবিতে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি লেখেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা ৷ চিঠিতে গোর্খাদের জন্য পৃথক রাজ্যের দাবি তুলে কেন্দ্রকে একটি সম্মানজনক ও স্থায়ী রাজনৈতিক সমাধানের প্রস্তাব দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি ৷

Conrad K Sangma
Conrad K Sangma

By

Published : Sep 18, 2020, 11:20 AM IST

Updated : Sep 18, 2020, 11:49 AM IST

শিলং , 18 সেপ্টেম্বর : গোর্খাদের পৃথক রাজ্যের দাবি দীর্ঘদিনের ৷ এবার সেই দাবিকে সমর্থন জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা ৷ গোর্খা সম্প্রদায়ের জন্য আলাদা রাজ্য থাকা উচিত বলে তাঁর মত ৷

গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থন জানিয়ে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি লেখেন সাংমা ৷ চিঠিতে দেশের প্রতি গোর্খাদের অবদানের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি ৷ দেশের বিভিন্ন সময়ে গোর্খাদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, অন্য নাগরিকদের মতো দেশের জন্য গোর্খাদের অবদান অনস্বীকার্য ৷ সেক্ষেত্রে গোর্খারাও যথাযথ ভারতীয় নাগরিক ৷ তারা তাদের নিজস্ব পরিচয় এবং বাসভূমি পাওয়ার অধিকারী ৷ "

চিঠিতে তিনি গোর্খা স্বাধীনতাসংগ্রামী দুর্গা মল্লা, ডাম্বার সিং, আরি বাহাদুর গুরুং এবং ক্যাপ্টেন রাম সিং ঠাকুরিয়ার অবদানের কথাও তুলে ধরেছেন । গোর্খাদের জন্য পৃথক রাজ্য নিয়ে "একটি সম্মানজনক ও স্থায়ী রাজনৈতিক সমাধানের প্রস্তাব দেওয়ার" অনুরোধ করেছেন তিনি।

Last Updated : Sep 18, 2020, 11:49 AM IST

ABOUT THE AUTHOR

...view details