দিল্লি, ২৬ ফেব্রুয়ারি : ক্যাবিনেটের নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। বৈঠকে যোগ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও অর্থমন্ত্রী অরুণ জেটলি। বৈঠকে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও।
নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী - security
ক্যাবিনেটের নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। বৈঠকে যোগ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও অর্থমন্ত্রী অরুণ জেটলি। বৈঠকে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও।
প্রধানমন্ত্রীর বাসভবনে চলছে জরুরি এই বৈঠক। সীমান্তের ওপারে ভারতীয় বায়ুসেনার অভিযানের কথা আজ সকালে প্রধানমন্ত্রীকে জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এরপরই ক্যাবিনেটের নিরাপত্তা বিষয়ক কমিটিকে বৈঠকে ডাকেন প্রধানমন্ত্রী।
আজ ভোর সাড়ে তিনটে নাগাদ পাক অধিকৃত কাশ্মীরে(POK) অভিযান চালানো হয়। ১০০০ কেজি বোমা নিক্ষেপ করে জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়। বায়ুসেনা সূত্রে খবর, বায়ুসেনার ১২ টি মিরাজ যুদ্ধবিমান এই অভিযানে অংশ নেয়। সীমান্ত পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। ধ্বংস করে দেওয়া হয় জঙ্গি ঘাঁটি।