পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

JNU-র প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ সেখানকারই নিরাপত্তারক্ষী

JNU-র প্রবেশিকা পরীক্ষায় পাশ করে রাশিয়ান ভাষা নিয়ে B.A কোর্সে ভরতি হবেন বিশ্ববিদ্য়ালয়েরই নিরাপত্তারক্ষী রামজাল মিনা ।

রামজাল মিনা

By

Published : Jul 17, 2019, 4:18 AM IST

Updated : Jul 17, 2019, 6:46 AM IST

দিল্লি, 17 জুলাই : এতদিন সবাই তাঁকে চিনত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তারক্ষী হিসেবে । এবার সবাই চিনবে সেখানকার ছাত্র হিসেবে । প্রবেশিকা পরীক্ষায় পাশ করে রাশিয়ান ভাষা নিয়ে B.A কোর্সে ভরতি হবেন রামজাল মিনা । বাড়ি রাজস্থানে । বয়স 33।

প্রবেশিকা পরীক্ষায় পাশ করার পর তিনি বলেন, "এর জন্য JNU বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং পড়ুয়াদেরই ধন্যবাদ জানাচ্ছি ৷ কারণ তাঁরাই আমায় উৎসাহ দিয়েছেন ৷ রাতারাতি আমি বিখ্যাত হয়ে গিয়েছি ৷"

নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্ব পালন করতে করতে কীভাবে এই প্রস্তুতি নিয়েছিলেন ? ফোনে ডাউনলোড করেছিলেন বেশ কয়েকটি অ্যাপ। তাতে নিয়মিত খবরের কাগজ পড়ে পরীক্ষার প্রস্তুত নিচ্ছিলেন তিনি ।

রাজস্থানের ভাজেরা গ্রামে জন্ম রামজালের ৷ ছোটোবেলা থেকেই সঙ্গী দারিদ্রতা । বাবাকে দৈনন্দিন কাজে সাহায্য করতে হত ৷ তাই বাড়ি থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত কলেজে পড়া সম্ভব হয়নি ৷ পড়াশোনা আটকেও থাকেনি তাঁর ৷

তবে থেমে থাকেননি তিনি । এর আগে ডিস্টেন্স কোর্সেই রাষ্ট্রবিজ্ঞান, হিন্দি এবং ইতিহাস নিয়ে গ্র্যাজুয়েট হন ৷ আর এবার সরাসরি ভরতি হবেন বিশ্ববিদ্যালয়ে ।

Last Updated : Jul 17, 2019, 6:46 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details