পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"ইন্ডিয়া পোস্ট" অ্যাপে অর্ডার করলে বাড়িতেই ওষুধ ও মাস্ক - ইন্ডিয়া পোস্ট অ্যাপ

লকডাউনে ডাকবিভাগের সাধারণ পরিষেবা আগের মতোই সক্রিয়। এবার সেই সঙ্গে "ইন্ডিয়া পোস্ট" অ্যাপের মাধ্যমে গ্রাহককে ওষুধ ও মাস্ক পৌঁছে দেব ভারতের ডাক ও তার বিভাগ।

India Post mobile app helps deliver masks, medicines
ইন্ডিয়া পোস্ট

By

Published : Apr 29, 2020, 5:55 PM IST

চেন্নাই, 29 এপ্রিল: কোরোনা পরিস্থিতিতে লকডাউনের দিনে ভারতীয় ডাক বিভাগ শুধু চিঠি নয়, এবার বাড়ি বাড়ি পৌঁছে দিতে শুরু করল মাস্ক ও ওষুধ।

বুধবার দেশের ডাক ও তার বিভাগের তরফে জানানো হয়, নিজেদের "পোস্ট ইনফো" (Post Info) অ্যাপের সাহায্যেই এবার গ্রাহকদের এই অনলাইন পরিষেবা দেবে তারা।এই বিষয়ে ডাক বিভাগের এক শীর্ষকর্তা বলেন, "কোরোনার প্রকোপে দেশজুড়ে লকডাউনের মধ্যেও বিরামহীনভাবে কাজ করে চলেছেন ডাকবিভাগের কর্মীরা।অপ্রতিকর পরিস্থিতির মধ্যেও তাঁদের কাজ করতে হচ্ছে। ফলে, আমাদের সাধারণ পরিষেবাগুলি আগের মতোই বহাল রয়েছে। পাশাপাশি লকডাউনে আমরা গ্রাহকের চাহিদা মতো ওষুধ ও মাস্ক পৌঁছে দিতে শুরু করলাম এবার ইন্ডিয়া পোস্ট অ্যাপের মাধ্যমে।"

ওই শীর্ষকর্তা আরও জানান, পোস্টাল ব্যাঙ্কিং সার্ভিস তথা বিমা ইত্যাদির মতো পোস্ট অফিসের যাবতীয় অর্থনৈতিক পরিষেবা আগের মতোই পাচ্ছেন গ্রাহকরা। এবার অনলাইনে গ্রাহকের অর্ডারের ভিত্তিতে ওষুধ ও মাস্ক পৌঁছে দেবেন ডাক ও তার বিভাগের কর্মীরা।

পোস্ট অফিসের মাধ্যমে ওষুধ ও মাস্ক পেতে হলে অ্যান্ড্রয়েড (Android) ফোনের ক্ষেত্রে গুগল প্লে স্টোর থেকে "পোস্ট ইনফো" (Post Info) অ্যাপটি ডাউনলোড করতে হবে। সেখানেই প্রয়োজন মতো আবেদন জানাতে হবে অত্যাবশ্যকীয় পণ্যের। যার ভিত্তিতে একটি রেফারেন্স নম্বর দেওয়া দেবে অ্যাপটির মাধ্যমে। ওই রেফারেন্স নম্বরটি ধরেই গ্রাহককে চিহ্নিত করে তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া হবে ওষুধ ও মাস্ক।একথা আজ জানানো হল ডাক বিভাগের তরফে।

ABOUT THE AUTHOR

...view details