পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মহুয়া মৈত্রর বিরুদ্ধে মানহানির মামলা সংবাদমাধ্যমের - sudhir chowdhury

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করল এক সংবাদমাধ্যম ৷ ২৫ জুন সংসদে মহুয়া মৈত্রর বক্তৃতা নিয়ে এই মামলার সূত্রপাত ৷ মহুয়া ওই সংবাদমাধ্যমকে চোর বলছেন এবং সম্পাদিত সংবাদকে পেড নিউজ় বলছেন ৷ এই সম্পর্কিত একটি ভিডিয়ো তুলে ধরে এই অভিযোগ এনেছে ওই সংবাদমাধ্যম ৷

ফাইল ফোটো

By

Published : Jul 20, 2019, 12:02 AM IST

দিল্লি, 20 জুলাই : এক সংবাদমাধ্যমকে 'অপমান'-এর জেরে মানহানির মামলা দায়ের হল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে ৷ মহুয়া ওই সংবাদমাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা করার পরের দিনই তারঁ বিরুদ্ধে মামলা দায়ের করে ওই সংবাদমাধ্যম৷

২৫ জুন সংসদে মহুয়া মৈত্রর বক্তৃতা নিয়ে ঘটনার সূত্রপাত । সেদিন 'ফ্যাসিবাদের সাত লক্ষণ' নিয়ে বক্তব্য পেশ করেন মহুয়া । এরপর তাঁর এই বক্তব্য নিয়ে একটি শো সম্প্রচারিত হয় ওই সংবাদমাধ্যমে । বলা হয়, সংসদে দেওয়া ভাষণের বক্তব্য মহুয়ার নিজের নয় । তা কপি করা হয়েছে অন্য একটি প্রতিবেদন থেকে । মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গে সেই প্রতিবেদন লিখেছিলেন মার্টিন লংম্যান । এরপর ওই সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা করেন মহুয়া ৷ তিনি জানান, সংসদে তাঁর ভাষণ অন্য কারও থেকে কপি করা হয়েছে এই অভিযোগ তুলে তাঁকে অপমান করা হয়েছে ৷

এই প্রসঙ্গে আদালতে মহুয়ার আইনজীবী শাদান ফরাসত বলেন, অ্যামেরিকান মিউজিয়ামের একটি হলোকাস্ট পোস্টার থেকে অনুপ্রাণিত মহুয়া ভাষণ দিয়েছিলেন । সেই পোস্টারে ফ্যাসিবাদের ১৪টি লক্ষণের কথা বলা ছিল । মহুয়ার আইনজীবীর আরও দাবি, ওই বক্তব্য যে অ্যামেরিকান পোস্টার থেকে নেওয়া, তাও সংসদে স্পষ্টভাবে জানিয়েছিলেন মহুয়া ।

বিচারপতি সমর বিশালের এজলাসে এই মামলার শুনানি হয় ৷ অভিযোগকারীর পক্ষে আইনজীবী বিজয় আগরওয়াল মহুয়া মৈত্রের একটি ভিডিয়ো চালান ৷ ভিডিয়োয় দেখা যায়, মহুয়া ওই সংবাদমাধ্যমকে চোর বলছেন এবং সম্পাদিত সংবাদকে পেড নিউজ় বলছেন৷ আগরওয়াল আদালতকে আরও বলেন, এর মানে তিনি সংবাদমাধ্যমের মালিককে চোর বলছেন এবং এর সঙ্গে যুক্ত লোকজন সবাই অশিক্ষিত ও বোকা ৷ যে কোনও প্রতিষ্ঠানের সম্মান ও মর্যাদার ক্ষেত্রে এটি খুবই অপমানজনক ৷

এবার তাঁর বিরুদ্ধে আদালতে গেল সংশ্লিষ্ট ওই সংবাদমাধ্যম । মহুয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারা এনে অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছে । মামলার পরবর্তী শুনানি হবে 1 অগাস্ট ৷

ABOUT THE AUTHOR

...view details