পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"এরকম অনেক শুনেছি", আল কায়দার হুমকি ওড়াল বিদেশ মন্ত্রক - ministry of external affairs

ভারতীয় সেনা এবং উপত্যকার সরকারের উপর জঙ্গিদের আঘাত হানার নির্দেশ দিয়ে একটি ভিডিয়ো প্রকাশ করেন আল কায়দা প্রধান আমান আল-জাওয়াহিরি । তবে সেই হুমকিকে পাত্তাই দিল না ভারত সরকার ।

রবীশ কুমার

By

Published : Jul 11, 2019, 5:42 PM IST

দিল্লি, 11 জুলাই : আল কায়দা প্রধানের হুমকিকে পাত্তাই দিল না ভারত সরকার । আজ এই বিষয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, "এরকম হুমকি আমরা অনেক শুনেছি । আমার মনে হয় না এগুলিকে বেশি গুরুত্ব দেওয়ার কোনও প্রয়োজন আছে ।" তিনি আরও বলেন, "আমাদের সেনাবাহিনী যে কোনও হামলা প্রতিরোধ করতে প্রস্তুত । ভারতীয় সেনা দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পুরোপুরি সক্ষম ।"

এর আগে ভারতীয় সেনা এবং উপত্যকার সরকারের উপর জঙ্গিদের আঘাত হানার নির্দেশ দিয়ে একটি ভিডিয়ো প্রকাশ করেন আল কায়দা প্রধান আমান আল-জাওয়াহিরি । "মুজাহিদিন ইন কাশ্মীর" নামের ভিডিয়ো বার্তাটির মাধ্যমে ভারতীয় সেনা ও জম্মু ও কাশ্মীর সরকারকে হুমকি দেয় সে ।

পাকিস্তানের সেনাবাহিনী ও সরকারকে অ্যামেরিকার চাটুকার বলেও মন্তব্য করেন তিনি । পাকিস্তানের রাজনীতিকে তালিবান ও অন্য জঙ্গিদের সঙ্গে তুলনা করতেও শোনা যায় আল কায়দা প্রধানকে । মে মাসে নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত জঙ্গি জ়াকির মুসার ছবিও ভিডিয়োতে দেখা গেছে । আল কায়দার ভারতীয় শাখা আনসার ঘাজওয়াত উল হিন্দের প্রতিষ্ঠাতা মুসা । যদিও মুসার নাম উল্লেখ করেননি জ়াওয়াহিরি ।

দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর কাশ্মীর নিয়ে সম্প্রতি কড়া অবস্থান নিয়েছে NDA নেতৃত্বাধীন সরকার । সন্ত্রাসের সঙ্গে কোনওরকম আপস করা হবে না বলে বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । ধরপাকড় শুরু হয়েছে কাশ্মীরজুড়ে । বিচ্ছিন্নতাবাদী নেতা ও তাঁদের পরিবারের উপর নজর রাখা হচ্ছে । নজর রাখা হচ্ছে তাঁদের আয়-ব্যয়ের হিসাবের উপরও । এই পরিস্থিতিতে উপত্যকার জঙ্গিগোষ্ঠী যাতে মনোবল না হারায়, তার জন্যই জ়াওয়াহিরি এই বার্তা দিয়েছেন বলে মনে করছেন স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক । তিনি বলেন, আসলে কাশ্মীরে জঙ্গিনিধন চলছে । সন্ত্রাসবাদে উস্কানি দিতেই এই জাতীয় ভিডিয়ো ছড়ানো হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details