দিল্লি, 2 সেপ্টেম্বর : কুলভূষণের উপর চাপ তৈরি করছে পাকিস্তান, দাবি ভারতের বিদেশ মন্ত্রকের । আজ কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস দেওয়া হয় পাকিস্তানের তরফে । সেই মতো সকালে কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করেন পাকিস্তানে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার গৌরব আলুওয়ালিয়া । ইসলামাবাদে বিদেশ মন্ত্রকের অফিসে এই সাক্ষাৎ হয় ।
সেই সাক্ষাতের প্রেক্ষিতে ভারতের বিদেশমন্ত্রক এক বিবৃতি দিয়ে বলে, "আমরা এখনও ডেপুটি হাইকমিশনার গৌরব আলুওয়ালিয়ার কাছ থেকে কুলভূষণের সঙ্গে সাক্ষাৎ সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্টের অপেক্ষায় আছি । তবে এটা এতক্ষণে আমাদের কাছে স্পষ্ট যে, কুলভূষণের উপর পাকিস্তান যথেষ্ট চাপ দিচ্ছে । এই চাপের জেরেই পাকিস্তানের কথা মতো মিথ্যা বলতে বাধ্য হচ্ছে কুলভূষণ ।"