পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রচণ্ড চাপে রয়েছে কুলভূষণ, সাক্ষাতের পর জানাল ভারত - islamabad

আজ কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস দেওয়া হয় পাকিস্তানের তরফে । সেই মতো সকালে কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করেন পাকিস্তানে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার গৌরব আলুওয়ালিয়া । সেই সাক্ষাতের প্রেক্ষিতে ভারতের বিদেশমন্ত্রক এক বিবৃতি দিয়ে বলে, আমাদের কাছে স্পষ্ট যে, কুলভূষণের উপর পাকিস্তান যথেষ্ট চাপ দিচ্ছে ।

প্রচণ্ড চাপে রয়েছে কুলভূষণ, সাক্ষাতের পর জানাল ভারত

By

Published : Sep 2, 2019, 7:40 PM IST

দিল্লি, 2 সেপ্টেম্বর : কুলভূষণের উপর চাপ তৈরি করছে পাকিস্তান, দাবি ভারতের বিদেশ মন্ত্রকের । আজ কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস দেওয়া হয় পাকিস্তানের তরফে । সেই মতো সকালে কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করেন পাকিস্তানে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার গৌরব আলুওয়ালিয়া । ইসলামাবাদে বিদেশ মন্ত্রকের অফিসে এই সাক্ষাৎ হয় ।

সেই সাক্ষাতের প্রেক্ষিতে ভারতের বিদেশমন্ত্রক এক বিবৃতি দিয়ে বলে, "আমরা এখনও ডেপুটি হাইকমিশনার গৌরব আলুওয়ালিয়ার কাছ থেকে কুলভূষণের সঙ্গে সাক্ষাৎ সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্টের অপেক্ষায় আছি । তবে এটা এতক্ষণে আমাদের কাছে স্পষ্ট যে, কুলভূষণের উপর পাকিস্তান যথেষ্ট চাপ দিচ্ছে । এই চাপের জেরেই পাকিস্তানের কথা মতো মিথ্যা বলতে বাধ্য হচ্ছে কুলভূষণ ।"

আজ কুলভূষণকে কনসুলার অ্যাকসেস দেওয়া হবে বলে আগেই জানিয়েছিল পাকিস্তান বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জ়ল । ভিয়েনা চুক্তি, ICJ (আন্তর্জাতিক ন্যায় আদালত)-এর রায় ও পাকিস্তানের আইন মেনে এই কনসুলার অ্যাকসেস দেওয়ার কথা জানিয়েছিল পাকিস্তান । ভারতের বিদেশমন্ত্রক সূত্রে অবশ্য জানানো হয়েছিল, সম্পূর্ণ বাধাহীন ও নিষেধাজ্ঞাহীন ভাবে কুলভূষণের কাছে পৌঁছাতে দিলে তবেই পাকিস্তানের প্রস্তাব মানা হবে ।

এর আগে 1 অগাস্ট পাকিস্তান কুলভূষণকে কনসুলার অ্যাকসেস দেওয়ার প্রস্তাব দিয়েছিল । তবে পাকিস্তান শর্ত আরোপ করেছিল যে ভারতীয় আধিকারিকদের সঙ্গে কুলভূষণের সাক্ষাৎ হবে একজন পাকিস্তানি আধিকারিকের উপস্থিতিতে । কিন্তু তা মেনে নেয়নি ভারত ।

ABOUT THE AUTHOR

...view details