পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাজ্যসভায় ভাইকোর মনোনয়নপত্র গ্রহণ নির্বাচন কমিশনের - dmk

তামিলনাড়ুতে DMK জোটের মাধ্যমে রাজ্যসভায় প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি । গত 4 জুলাই তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল । আজ তামিলনাড়ুর রাজনীতিবিদ MDMK প্রধান ভি গোপালাস্বামীর ( ভাইকো ) মনোনয়নপত্র গ্রহণ করল নির্বাচন কমিশন ।

রাজ্যসভায় ভাইকোর মনোনয়নপত্র গ্রহণ নির্বাচন কমিশনের

By

Published : Jul 9, 2019, 1:16 PM IST

Updated : Jul 9, 2019, 1:53 PM IST

বেঙ্গালুরু, 9 জুলাই : তামিলনাড়ুর রাজনীতিবিদ MDMK প্রধান ভি গোপালাস্বামীর ( ভাইকো ) মনোনয়নপত্র গ্রহণ করল নির্বাচন কমিশন । তিনি কর্নাটকের রাজ্যসভায় DMK সমর্থিত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেন ।

তামিলনাড়ুতে DMK জোটের মাধ্যমে রাজ্যসভায় প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি । গত 4 জুলাই তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল ।

2002 সালে জয়ললিতাশাসিত AIDMK সরকারের আমলে আপত্তিকর মন্তব্য করার জন্য সন্ত্রাসদমন আইনে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল । ভেলোরে প্রায় এক বছর জেলে ছিলেন তিনি । 2009 সালে নিজের বই 'নান কুত্রাম সাতুগিরেন' প্রকাশের সময় তিনি বলেন, "শ্রীলংকায় LTTE-র বিরুদ্ধে যুদ্ধ বন্ধ না হলে ভারত কখনই এক দেশ থাকবে না "। এই মন্তব্যের উপর ভিত্তি করে তাঁকে দোষী সাব্যস্ত করা হয় । 2014 সালে তুলে নেওয়া হয় সেই মামলা ।

Last Updated : Jul 9, 2019, 1:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details