লখনউ, 6 ডিসেম্বর : হায়দরাবাদের এনকাউন্টার নিয়ে উত্তরপ্রদেশ সরকারকে কটাক্ষ করলেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী ৷ এনকাউন্টার নিয়ে হায়দরাবাদ পুলিশের ভূমিকার প্রশংসাও করেন তিনি ৷
কীভাবে দোষীদের শাস্তি দেওয়া উচিত শিখুক উত্তরপ্রদেশ পুলিশ : মায়াবতী
হায়দরাবাদের ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত উত্তরপ্রদেশ পুলিশের ৷ মহিলাদের উপর অত্যাচার বৃদ্ধি পেলেও যোগী সরকার ঘুমাচ্ছে ৷ কটাক্ষ মায়াবতীর
‘‘উত্তরপ্রদেশে মহিলাদের উপর অত্যাচার দিন দিন বৃদ্ধি পাচ্ছে ৷ কিন্তু রাজ্য সরকারের কোনও ভ্রুক্ষেপ নেই ৷ BJP সরকার ঘুমাচ্ছে ৷ এখানের ও দিল্লি পুলিশের হায়দরাবাদ পুলিশের থেকে শিক্ষা নেওয়া উচিত ৷ কিন্তু, দুর্ভাগ্যজনক ভাবে এখানে অপরাধীদের সরকারি অতিথির সম্মান দেওয়া হয় ৷ উত্তরপ্রদেশে জঙ্গলরাজ চলছে ৷’’ এই ভাষাতেই উত্তরপ্রদেশের যোগী সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন মায়াবতী ৷
নির্ভয়া কাণ্ডে যদি পুলিশ একটু বেশি সক্রিয় হত নির্যাতিতর পরিবার এতদিনে বিচার পেত ৷ উত্তরপ্রদেশ ও দিল্লি পুলিশকে নিজেদের বদলাতে হবে, তবেই অপরাধের ঘটনা কমবে ৷ মত মায়াবতীর ৷