পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

তাঁর দলের কর্মীরাই প্রথম হাথরসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন, দাবি মায়াবতীর - হাথরস

BSP নেত্রীর দাবি, তাঁর দলের কর্মীরাই সবার আগে অর্থাৎ 28 সেপ্টেম্বর হাথরসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন । ওই দিনই নির্যাতিতাকে দিল্লির সফদারজং হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল ।

Aa
Aa

By

Published : Oct 5, 2020, 6:19 PM IST

লখনউ, 5 অক্টোবর: হাথরসের ঘটনার পর তাঁর দলের প্রতিনিধিরাও প্রথম নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন । আজ এই দাবি করেন BSP নেত্রী মায়াবতী ।

BSP নেত্রীর দাবি, তাঁর দলের সদস্যরাই সবার আগে অর্থাৎ 28 সেপ্টেম্বর নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন । ওই দিনই নির্যাতিতাকে দিল্লির সফদারজং হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল ।

আজ টুইটারে তিনি লেখেন, "হাথরস ধর্ষণকাণ্ডের পর BSP- এর প্রতিনিধিদল 28 সেপ্টেম্বর নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান । সেদিন ঠিক কী হয়েছিল সে সম্পর্কে পরিবারের সদস্যদের কাছে জানতে চাওয়া হয় । প্রতিনিধি দলের সদস্যরাই স্থানীয় থানায় খবর দেন । এই ঘটনা পর আমার কাছে যে রিপোর্ট আসে তা খুবই দুঃখজনক । বাধ্য হয়েই আমি মিডিয়ার মুখোমুখি হই ।"

আর একটি টুইট করেন তিনি । লেখেন, “গণমাধ্যমের সঙ্গে দুর্ব্যবহার এবং বিরোধী দলের সদস্যদের উপর পুলিশের লাঠিচার্জ সত্যিই অত্যন্ত লজ্জাজনক । এই অহঙ্কারী ও স্বৈরাচারী মনোভাবের পরিবর্তন করার জন্য সরকারকে পরামর্শ দিচ্ছি । নয়তো গণতন্ত্রের শিকড় দুর্বল হয়ে পড়বে ।”

ABOUT THE AUTHOR

...view details