লখনউ, ১৮ মার্চ : উত্তরপ্রদেশে মহাজোট নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে কংগ্রেস। টুইট করে এমন অভিযোগ করেছেন BSP (বহুজন সমাজ পার্টি) সুপ্রিমো মায়াবতী। তিনি টুইটে লিখেছেন, "উত্তরপ্রদেশে ৮০টি লোকসভা আসনে একাই লড়ুক কংগ্রেস। সব আসনে প্রার্থী দেওয়ার স্বাধীনতা আছে তাদের। সমাজবাদী পার্টি-বহুজন সমাজ পার্টি জোট বেঁধে আলাদা ভাবে লড়ছে। আমরা যে ফর্মুলায় মহাজোটের আসন ভাগাভাগি করেছি তাতেই BJP-কে হারানো সম্ভব।"
কংগ্রেসের আসন ছাড়ার সৌজন্যকে কটাক্ষ মায়াবতীর - uttarpradesh
উত্তরপ্রদেশে মহাজোট নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে কংগ্রেস। টুইট করে এমন অভিযোগ করেছেন BSP (বহুজন সমাজ পার্টি) সুপ্রিমো মায়াবতী। তিনি টুইটে লিখেছেন, "উত্তরপ্রদেশে ৮০টি লোকসভা আসনে একাই লড়ুক কংগ্রেস।"
অখিলেশ যাদবও একই সুরে টুইট করে লেখেন, "SP-BSP-RLD উত্তরপ্রদেশে BJP-কে হারাতে সক্ষম হবে। কংগ্রেসের বিভ্রান্তি ছড়ানো উচিত না।"
গতকালই কংগ্রেস জানায়, উত্তরপ্রদেশে ৭টি আসনে প্রার্থী দেবে না কংগ্রেস। মুলায়াম সিং যাদব ও তাঁর পুত্রবধূ ডিম্পল যে আসনগুলি থেকে লড়বেন সেখানে কোনও প্রার্থী দেবে না কংগ্রেস। তা ছাড়া রাষ্ট্রীয় লোক দলের অজিত সিং এবং জয়ন্ত চৌধুরির আসনেও প্রার্থী দেবে না কংগ্রেস। তবে সব থেকে উল্লেখযোগ্য হল মায়াবতীর আসনটিতেও কংগ্রেস প্রার্থী দেবে না বলে জানিয়েছিল। গতকাল অখিলেশ-মায়াবতীর দলের প্রতি সৌজন্য দেখাতে আসন ছাড়লেও আজ কংগ্রেসের সেই সিদ্ধান্তকে কটাক্ষ করলেন মায়াবতী।