পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্যানডেমিক থেকে প্রত্যেককে রক্ষা করুক এই উৎসব, দশেরার শুভেচ্ছা রাষ্ট্রপতির - দশেরার শুভেচ্ছা রাষ্ট্রপতির

তিনি বলেন,"এই উৎসব সমস্ত খারাপ বা যা কিছু অশুভ তার বিরুদ্ধে ভালোর জয়ের প্রতীক । এটি দেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পালিত হয় । এই উৎসব ভারতের সাংস্কৃতিক ঐক্যকে আরও শক্তিশালী করে এবং পূণ্যের পথে চলতে এবং যা কিছু খারাপ তা থেকে দূরে থাকতে ও ঐক্যের মধ্যে বাঁচতে অনুপ্রাণিত করে । "

Ramnath Kovind
রামনাথ কোবিন্দ

By

Published : Oct 25, 2020, 7:27 AM IST

Updated : Oct 25, 2020, 9:31 AM IST

দিল্লি , 25 অক্টোবর : দেশবাসীকে দশেরার শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । শুভেচ্ছাবার্তায় দেশবাসীর সুস্থতা ও সমৃদ্ধি কামনা করেন তিনি ।

শুধু দেশবাসী নয়, প্রবাসীদের দশেরার শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন,"এই উৎসব সমস্ত খারাপ বা যা কিছু অশুভ তার বিরুদ্ধে ভালোর জয়ের প্রতীক । এটি দেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পালিত হয় । এই উৎসব ভারতের সাংস্কৃতিক ঐক্যকে আরও শক্তিশালী করে এবং পূণ্যের পথে চলতে এবং যা কিছু খারাপ তা থেকে দূরে থাকতে ও ঐক্যের মধ্যে বাঁচতে অনুপ্রাণিত করে । "

তিনি আরও বলেন , "এই উৎসব পুরুষোত্তম শ্রী রামের জীবন ও মূল্যবোধের সঙ্গেও যুক্ত । তাঁর জীবন নৈতিকতার এক উজ্জ্বল উদাহরণ ।" কোরোনা পরিস্থিতিতে দেশবাসীর সুস্থতা কামনা করে তিনি বলেন , "আনন্দ ও সুখের এই উৎসব কোরোনা পরিস্থিতির খারাপ প্রভাব থেকে আমাদের রক্ষা করুক এবং দেশবাসীর সুস্থতা, সমৃদ্ধি বয়ে আনুক ।"

এর আগে 23 অক্টোবর দেশবাসীকে দুর্গাপুজোর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।

Last Updated : Oct 25, 2020, 9:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details