পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 28, 2019, 1:52 AM IST

ETV Bharat / bharat

"মোদি দিবস" হিসেবে পালিত হোক 23 মে : রামদেব

23 মে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে এবং BJP জিতেছে । তাই সেই দিনটাকে "মোদি দিবস" বা "লোককল্যাণ দিবস" হিসেবে পালন করা উচিত । বলছেন রামদেব ।

রামদেব

হরিদ্বার , ২৮ মে : 23 মে ফল ঘোষণা হয়েছে লোকসভা নির্বাচনের। আর সেই দিনটিকে "মোদি দিবস" হিসেবে পালন করা উচিত বলে মন্তব্য করলেন যোগগুরু রামদেব ।

ফের একবার কোটি কোটি মানুষের বিশ্বাস জয়ের জন্য নরেন্দ্র মোদির প্রশংসা করেন তিনি । বলেন, "একদিকে ছিল মহাগঠবন্ধন এবং অন্যদিকে ছিলেন মোদি একা । শেষ পর্যন্ত তিনি জিতেছেন । কোটি কোটি মানুষ এখন তাঁর হাতে সুরক্ষিত ।"

সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, "23 মে লোকসভা নির্বাচনের ফল বেরিয়েছে এবং BJP জিতেছে । তাই সেই দিনটাকে "মোদি দিবস" বা "লোককল্যাণ দিবস" হিসেবে পালন করা উচিত । "

এবারের নির্বাচনে BJP একাই 303-টি আসন পেয়েছে । আর ফের সরকার গড়তে চলেছে BJP নেতৃত্বাধীন NDA ।

ABOUT THE AUTHOR

...view details