পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মথুরায় শ্রীকৃষ্ণের জন্মস্থান থেকে মসজিদ সরানোর আবেদন আদালতে

ঔরঙ্গজেবের তৈরি মসজিদ সরাতে মথুরা আদালতে মামলা । এর আগে অবশ্য মন্দির ও মসজিদের সহাবস্থানের পক্ষেই রায় দিয়েছিল আদালত ।

মথুরা আদালতে মামলা, শ্রীকৃষ্ণ জন্মভূমি, srikrishna birth place controversy
মথুরা আদালতে মামলা, শ্রীকৃষ্ণ জন্মভূমি, srikrishna birth place controversy

By

Published : Sep 28, 2020, 5:57 PM IST

লখনউ, 28 সেপ্টেম্বর : মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমিতে অবস্থিত মসজিদ নিয়ে বিতর্ক । মন্দিরের পাশ থেকে মসজিদ সরানোর দাবিতে মামলা মথুরা সিভিল কোর্টে।

লখনউয়ের বাসিন্দা রঞ্জনা অগ্নিহোত্রী ও আরও পাঁচজন আবেদনকারী আদালতে 'বিতর্কিত স্থানে' অবস্থিত মসজিদটি সরানোর দাবি জানিয়েছেন । কথিত আছে, 1669-70 সাল নাগাদ মোগল সম্রাট ঔরঙ্গজেবের নির্দেশে মসজিদটি তৈরি হয়েছিল । যা শ্রীকৃষ্ণ জন্মস্থান, কাতরা কেশবদেব মন্দিরের 13.37 একর জমির মধ্যে অবস্থিত ।

মথুরা শহরে শ্রীকৃষ্ণ জন্মস্থানে মসজিদ নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয় । এর আগেও মামলা হয়েছে। 1968 সালে শ্রীকৃষ্ণ জন্মস্থান সেবা সংস্থা ও শাহি ইদগাহ ম্যানেজমেন্ট কমিটির মধ্যে জমি বিবাদ নিয়ে মামলা হয়। সেই মামলায় মথুরা আদালত মন্দির ও মসজিদের সহাবস্থানের পক্ষে রায় দেয়। শুক্রবার মথুরা দায়রা আদালতের বিচারক ছায়া শর্মার এজলাসে যে আবেদন জমা পড়ে, তাতে 1968 সালে আদালতের রায় বাতিল করে মসজিদ সরানোর আবেদন জানানো হয়।

ABOUT THE AUTHOR

...view details