পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গুজরাতে কারখানায় বিধ্বংসী আগুন - গুজরাতে কারখানায় আগুন

গুজরাতে একটি কারখানায় আগুন লাগে । ঘটনাস্থানে পৌঁছায় দমকলের 24টি ইঞ্জিন । হতাহতের কোনও খবর মেলেনি ।

ছবি

By

Published : Jun 24, 2020, 4:04 PM IST

আহমেদাবাদ, 24 মে : গুজরাত শিল্প উন্নয়ন কর্পোরেশনের একটি কারখানায় আগুন লাগে । কারখানাটি আহমেদাবাদের সানন্দে অবস্থিত । ঘটনাস্থানে পৌঁছায় দমকলের 24টি ইঞ্জিন ।

শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের । সেখানে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে । এর জেরে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে ।

আহমেদাবাদের SP (গ্রামীণ) কে টি কামারিয়া বলেন," ইতিমধ্যেই দমকলের 24টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে দিয়েছে । যেহেতু কারখানার ভিতরে দাহ্য পদার্থ ছিল তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে । যার জেরে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে ।" ওই কারখানার এক কর্মী বলেন, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। হতাহতের কোনও খবর নেই ।

ABOUT THE AUTHOR

...view details