কোরোনায় সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদা বেড়েছে মাস্কের । স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসার সঙ্গে জড়িত অন্যদের জন্য মাস্কের ব্যবহার খুবই প্রয়োজনীয় । কিন্তু, অনেক জায়গায় তাঁরা সেটা পাচ্ছেন না ।
কয়েকটি ক্ষেত্রে মাস্ক ব্যবহারের কথা বলছে WHO-
1. যখন আক্রান্ত বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন মানুষদের সেবা করছেন ।
2.আপনার কাশি অথবা হাঁচি হচ্ছে ।
3.আপনি স্বাস্থ্যকর্মী হিসেবে শ্বাসকষ্টের সমস্যা রয়েছে এমন রোগীর চিকিৎসা করছেন ।
মাস্ক ব্যবহারের সময় এই পদ্ধতিগুলি মেনে চলা উচিত :
1. মাস্ক ব্যবহারের আগে হাত সাবান এবং জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া উচিত । অথবা অ্যালকোহল যুক্ত স্যানিটাইজ়ার দিয়ে হাত ধুয়ে নিতে হবে ।
2. নাক, মুখ এবং থুতনি ভালো করে ঢেকে নিন যাতে মাস্কের কোনও দিক থেকেই ফাঁকা জায়গা না থাকে ।
3. যদি সার্জিক্যাল মাস্ক ব্যবহার করেন, তাহলে ভাঁজগুলি খুলে নিন । খেয়াল রাখুন যাতে সেটা নিচের দিকে নেমে যায় ।
4. পুনর্ব্যবহারযোগ্য নয় এমন মাস্ক দ্বিতীয়বার ব্যবহার করবেন না ।
5. ভিজে গেলে সঙ্গে সঙ্গে মাস্কটি ফেলে দিন ।
6. মাস্ক পরে থাকার সময় তাতে হাত দেওয়া থেকে বিরত থাকুন । আর যদি তা করে ফেলেন, তাহলে সঙ্গে সঙ্গে সাবান আর জল অথবা অ্যালকোহল যুক্ত স্যানিটাইজ়ার দিয়ে হাত ধুয়ে নিতে হবে ।
7. খুলে ফেলার সময় মাস্কের নোংরা জায়গায় হাত দেবেন না ।
8. মাস্ক গলায় ঝুলিয়ে রাখবেন না ।
9. ব্যবহারের পর মাস্ক যেখানে সেখানে রেখে দেবেন না ।
10. মাস্ক পিছন দিক থেকে খুলুন । আর সঙ্গে সঙ্গে তা ডাস্টবিনে ফেলে দিন । তার পর সাবান, জল অথবা অ্যালকোহল যুক্ত স্যানিটাইজ়ার দিয়ে হাত ধুয়ে নিতে হবে ।
মাস্কের অপব্যবহার করবেন না । মাস্ক পরা ট্রেন্ড নয়, এটা সংক্রমণ থেকে মানুষকে বাঁচিয়ে রাখার জন্য অত্যন্ত জরুরি । তাই অযথা মাস্ক কিনবেন না । বরং যাঁরা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হতে পারেন কিংবা যাঁদের বেশি প্রয়োজন, তাঁদের মাস্ক ব্যবহারের সুযোগ করে দিন । পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে, রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখলে এবং সংক্রমণ থেকে বাঁচতে যা যা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পরামর্শ দেওয়া হচ্ছে, সেগুলো মেনে চললে কোরোনা ভাইরাস থেকে দূরে থাকা যাবে ।
সামাজিক দূরত্ব বজায় রাখুন, নিয়মিত হাত ধুয়ে নিন, খুব প্রয়োজন না পড়লে বাড়ি থেকে বেরোবেন না ।