পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লকডাউন : ভিডিয়ো কলেই নিকাহ ! - কোরোনাভাইরাসের চিকিৎসা

বন্ধ রয়েছে অনুষ্ঠানবাড়িগুলি । বন্ধ রয়েছে যান চলাচল । আসতে পারছে না আত্মীয়-স্বজন । কিন্তু নিকাহ-র দিন কী আর পালটানো যায়? তাই ভিডিয়ো কলেই নিকাহ সারলেন মহারাষ্ট্রের দম্পতি ।

ছবি
ছবি

By

Published : Apr 4, 2020, 3:33 PM IST

ঔরঙ্গাবাদ (মহারাষ্ট্র), 4 এপ্রিল : কোরোনা মোকাবিলায় চলছে লকডাউন । সংক্রমণ যাতে বাড়াবাড়ির পর্যায়ে না পৌঁছায়, তা নিশ্চিত করতে বন্ধ রাখতে বলা হয়েছে সামাজিক অনুষ্ঠান ও জমায়েত । বন্ধ রয়েছে অনুষ্ঠানবাড়িগুলি । বন্ধ রয়েছে যান চলাচল । আসতে পারছে না আত্মীয়-স্বজন । কিন্তু নিকাহ-র দিন কী আর পালটানো যায়? তাই ভিডিয়ো কলেই নিকাহ সারলেন মহারাষ্ট্রের দম্পতি ।

মোবাইল স্ক্রিনের ওপারে বিবি । আর মোবাইলের এপারে শওহর । এভাবেই চলল নিকাহ-র যাবতীয় আচার অনুষ্ঠান । সর্বভারতীয় এক সংবাদসংস্থায় প্রকাশ, শওহরের নাম মহম্মদ মিনহাজুদ । বাড়ি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে । মিনহাজুদের আব্বাকে এই অভিনব নিকাহ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "ছয়মাস আগেই নিকাহ-র দিন ঠিক হয়েছিল । তখন কোরোনা নিয়ে কোনওরকম আতঙ্কের পরিবেশ ছিল না । নিকাহ-র দিন পালটানো হবে কি না তা নিয়ে পরিবারের সকলে মিলে আলোচনা হয়েছে । তারপরেই মোবাইলে ভিডিয়ো কলে নিকাহ-র সিদ্ধান্ত নেওয়া হয় ।"

ভিডিয়ো কলে নিকাহ দেওয়ার গুরু দায়িত্ব যার উপর ছিল, সেই কাজি, মুফতি আনিস উর রহমানও অনেকটাই তাজ্জব এই নিকাহ দেখে । বলেন, "দুই পরিবাই খুশি । সাদামাটাভাবেই নিকাহ হয়েছে । দুই পরিবারেরই খরচ অনেক কমেছে ।"

ABOUT THE AUTHOR

...view details