পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সম্পর্ক হবে আরও দৃঢ়, একাধিক বাণিজ্য চুক্তি মোদির সৌদি সফরে - Indo-Saudi Strategic Partnership Council

সৌদি আরব পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শক্তি, তেল, গ্যাস, কৃষি, প্রতিরক্ষা,বাণিজ্য একাধিক বিষয়ে হতে পারে চুক্তি ।সৌদির ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমনের সঙ্গে বৈঠক সারবেন মোদি ৷ রুপে কার্ডও চালু করবেন ৷ ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (FII) ফোরামে রিয়াধে বক্তব্য পেশ করবেন প্রধানমন্ত্রী ৷

ছবি

By

Published : Oct 29, 2019, 9:09 AM IST

রিয়াধ, 29 অক্টোবর : দু'দিনের সফরে সৌদি আরব পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ হতে পারে অর্থনীতি ও শক্তি নিয়ে নিয়ে আলোচনা । দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ঘটানোই এই সফরের লক্ষ্য ৷ সৌদির রাজা সলমন বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে সে দেশে আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ৷ সৌদির ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমনের সঙ্গে বৈঠক সারবেন মোদি ৷ রুপে কার্ডও চালু করবেন৷ ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (FII) ফোরামে রিয়াধে বক্তব্য পেশ করবেন প্রধানমন্ত্রী ৷ এর সঙ্গেই দেশের পশ্চিম উপকূলের মেগা রিফাইনারি প্রজেক্টের উপরও চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে এই সফরে । প্রায় 3 লাখ কোটি টাকার প্রকল্প নিয়ে হতে পারে আলোচনা । যেখানে ভারতীয় সংস্থাগুলির 50 শতাংশ শেয়ার থাকবে ।

কী কী উঠে আসতে পারে বৈঠকে :

  • আজ রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান নরেন্দ্র মোদি । সফরকালে রাজা সৌদের প্রাসাদে থাকবেন তিনি । রিয়াধে পৌঁছে টুইটও করেন মোদি । টুইট বার্তায় তিনি লেখেন, সৌদি আরবের রাজধানীতে নামলাম । দুই দেশের সৌভ্রাতৃত্বকে দৃঢ় করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সফর শুরু হল ।
  • অগাস্টেই রিলায়েন্স ও সৌদি আরামকোর মধ্যে চুক্তির কথা ঘোষণা হয়েছিল । সেই অনুযায়ী পেট্রোকেমিকেলের 20 শতাংশ শেয়ার সৌদি আরবের সংস্থা আরামকো-কে বিক্রি করেছে রিলায়েন্স । শর্ত অনুযায়ী, প্রতিদিন 500,000 ব্যারেল অপরিশোধিত তেল পাঠাবে আরামকো ।
  • SPR স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ প্রোগ্রামও অন্যতম উদ্দেশ্য এই সফরের । এই প্রোগ্রামে সৌদি আরবের সাহায্যে বিশাখাপটনম, ম্যাঙ্গালুরু ও পাদুরে 5 মিলিয়ন মেট্রিক টন অপরিশোধিত তেল সংরক্ষণাগার গড়বে ভারত সরকার ।
  • দু'দিনের সফরে তেল, গ্যাস, পুনর্নবীকরণযোগ্য শক্তি ও অসামরিক বিমান পরিষেবা সহ একাধিক বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে । দু’দেশের মধ্যে ‘স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কাউন্সিল’-সংক্রান্ত একটি চুক্তিও হওয়ার কথা এই সফরে ৷ দুই দেশের মধ্যে ই-মাইগ্রেশন সিস্টেমে সমন্বয় আনার জন্যও আলোচনা হতে পারে ।
  • পাশাপাশি সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়জ়ল বিন ফারহান আল সৌদ, শক্তি দপ্তরের মন্ত্রী প্রিন্স আবদুলাজিজ বিন সলমন আল সৌদ, শ্রম ও সামাজিক উন্নয়ন দপ্তরের মন্ত্রী আহমদ বিন সুলাইমান আলরাজি এবং পরিবেশ ও কৃষিমন্ত্রী আবদুল রহমান বিন আবদুলমোহসেন আল ফাদলের সঙ্গে দেখা করবেন মোদি ।
  • রয়্যাল কোর্টে সলমন বিন আবদুলাজিজ আল সৌদের সঙ্গে মধ্যাহ্নভোজ করবেন মোদি । চলতি ডিসেম্বরে প্রথমবার ভারত ও সৌদি আরবের নৌ বাহিনীর যৌথ মহড়াও হওয়ার কথা ৷ ফলে এই সফরে দু দেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়গুলি নিয়েও আলোচনা হবে বলেই মনে করা হচ্ছে ৷
  • দিনের শেষে ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমনের সঙ্গে নৈশভোজ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বিদেশমন্ত্রকের তরফে সচিব টিএস তিরুমতি বলেন, ''দু' দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্সের ৷''

সৌদি আরব ভিশন ২০৩০ কর্মসূচিতে বিশ্বের আটটি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে । তার মধ্যে অন্যতম ভারত । বহুবছর ধরে সৌদি আরবের সঙ্গে সুসম্পর্কই রয়েছে । কারণ ভারত যে অপরিশোধিত তেল আমদানি করে তার অনেকটাই আসে সৌদি আরব থেকে । এছাড়াও সৌদি আরবে কর্মরত ভারতীয়ের সংখ্যাও কয়েক লাখ । কাশ্মীরের প্রধান কৃষিপণ্য আপেলের বৃহত্তম বাজারও সৌদি । এদিকে এই সফর পাকিস্তানের ওপর আরও চাপ তৈরি করবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ । কারণ শক্তি, তেল, কৃষি, খনিজ, পরিকাঠামো ক্ষেত্রে বিপুল বিনিয়োগ করতে চলেছে সৌদি আরব ৷ তাই সবমিলিয়ে এই বৈঠক অত্যন্ত গুরপত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।

ABOUT THE AUTHOR

...view details