বেঙ্গালুরু, 2 নভেম্বর : বেঙ্গালুরু বিমানবন্দর থেকে 72 লাখ টাকার গাঁজা উদ্ধার করল পুলিশ । অ্যামেরিকা থেকে আসা একটি পার্সেল থেকে গাঁজা উদ্ধার হয় ।
বেঙ্গালুরু বিমানবন্দর থেকে 72 লাখ টাকার গাঁজা উদ্ধার - Karnataka News
অ্যামেরিকা থেকে আসা একটি পার্সেল স্ক্যান করে ওই গাঁজা উদ্ধার করেন তদন্তকারীরা ।
সূত্রের খবর, ওই পার্সেলে খেলনা এবং জল রংয়ের কিট ছিল । পার্সেলটি স্ক্যান করার পর তদন্তকারীরা কিছু সন্দেহজনক জিনিস জলরংয়ের কিটের ভিতর দেখতে পান । সেটি খুলে 448 গ্রাম গাঁজা উদ্ধার হয় । যার বাজারমূল্য 72 লাখ টাকা । NDPS আইনের অধীনে একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।
এর আগে অক্টোবরে সুব্রহ্মণ্যনগরের একটি দোকান থেকে গাঁঁজার চকোলেট বাজেয়াপ্ত করে বেঙ্গালুরু পুলিশ । ওই চকোলেটের এক একটির দাম ছিল 50 টাকা । পুলিশ সূত্রে খবর, শিশুরা যে চকোলেট খায় তার মোড়কে ওই গাঁঁজার চকোলেট বিক্রি হত । কলেজ পড়ুয়া ও যুবক-যুবতিদের মধ্যে সেগুলির চাহিদা ছিল । উত্তরপ্রদেশ থেকে বেঙ্গালুরুতে ওই চকোলেট পাচার করা হত ।