পশ্চিমবঙ্গ

west bengal

পাকিস্তানে কারতারপুর সাহিব গুরুদ্বারে যেতে রাজি হয়েছেন মনমোহন : অমরিন্দর

By

Published : Oct 3, 2019, 6:02 PM IST

পাকিস্তানে কারতারপুর সাহিব গুরুদ্বারে যেতে রাজি হয়েছেন মনমোহন সিং ৷ জানালেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷

অমরিন্দর

দিল্লি, 3 অক্টোবর : গুরু নানকের জন্মদিনে পাকিস্তানের কারতারপুর সাহিব গুরুদ্বারে যেতে রাজি হয়েছেন মনমোহন সিং ৷ আজ একথা জানান পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ তাঁরা "রাজ্য সরকারের আমন্ত্রণ" গ্রহণ করেছেন বলে জানান পঞ্জাবের মুখ্যমন্ত্রী ৷

আজ সকালে দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ৷ সাক্ষাতের পর অমরিন্দর জানান, তাঁর আমন্ত্রণে রাজি হয়েছেন মনমোহন ৷ পরে সে কথা টুইট করেও জানান অমরিন্দরের মিডিয়া উপদেষ্টা রবীন ঠুকরাল ৷ তিনি লেখেন, "শ্রী কারতারপুর গুরুদ্বারের প্রথম জাঠায় অংশ নেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷ সুলতানপুরের লোধিতে মূল অনুষ্ঠানেও যাবেন তিনি ৷"

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক

এদিকে এক সরকারি মুখপাত্র জানান, অনুষ্ঠানের যাবতীয় তথ্য প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে জানানো হয়েছে ৷ তাঁদের সুবিধামতো দুটি অনুষ্ঠানেই উপস্থিত থাকার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী ৷ পরে একটি বিবৃতি জারি করে বলা হয়, "গুরুনানক সাহিবের জন্মভিটেতে যাওয়ার জন্য বিশেষ সর্বদল জাঠাকে রাজনৈতিক ছাড়পত্র দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷"

উল্লেখ্য, গত সপ্তাহেই পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানিয়েছিলেন, কারতারপুর করিডরের উদ্বোধনী অনু্ষ্ঠান মনমোহনকে আমন্ত্রণ জানানো হবে ৷ যদিও তাঁর অফিসের তরফে জানানো হয়, পাকিস্তানের তরফে এরকম যে কোনও আমন্ত্রণ ফিরিয়ে দেওয়া হবে ৷

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের

ABOUT THE AUTHOR

...view details