কাঙ্গপোকপি (মণিপুর), 7জুন : মণিপুরের কাঙ্গপোকপি জেলার হাইপি গ্রামের ইম্যানুয়েল স্কুলটিকে বানানো হয়েছে কোয়ারানটিন সেন্টার। সেখানেই জন্মগ্রহণ করল এক শিশু। কোয়ারানটিনে জন্ম, নাম তাই ইম্যানুয়েল কোয়ারানটিন।
লকডাউনের মাঝেই 27 মে সেইল্যাংথাং খোঙ্গসাই ও নেংনিহাট খোঙ্গসাই গোয়া থেকে জিরিবাম হয়ে বিশেষ ট্রেনে পৌঁছান কাঙ্গপোকপিতে। সেখানে প্রাতিষ্ঠানিক কোয়ারানটিনেই ছিলেন ওই দম্পতি। 31 মে আচমকা প্রসব যন্ত্রণা শুরু হওয়ায় উপস্থিত চিকিৎসকদের সাহায্যে সকাল 9.45-এ একটি শিশু জন্মগ্রহণ করে। মেডিকেল অফিসার ড: থাংমিনলুন সিংসন ও ড: এন মিসাও ওই শিশুটি নাম দেন ইম্যানুয়েল কোয়ারানটিন।