পটনা, 2 মে : ভাগলপুর জেলায় তাঁর আম বাগান অত্যন্ত জনপ্রিয় । তাঁর আমের মিষ্টতা এতটাই যে আমবাগানের নাম মধুবন । সেই মধুবনেই এবছর দুই ধরনের নতুন আমের ফলন হয়েছে । আর এই দুই রকম আমের নামকরণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে করেছেন ভাগলপুরের এই ম্যাঙ্গো ম্যান । মোদি 1 ও মোদি 2 ।
ভাগলপুরের সুলতানগঞ্জ মহেশিতে আম বাগান রয়েছে ম্যাঙ্গো ম্যান অশোক চৌধুরির । তাঁর মধুবনে 150 রকমের আমের ফলন হয় । প্রথমে 500 একর জমিতে আম ফলাতেন অশোক । পরে চাষের জমিকেও আম বাগানে পরিণত করেন । বর্তমানে রাজ্য সরকারের সহায়তায় 2 হাজার একর জমিতে আমের চাষ করেন অশোক । প্রত্যেক বছর 20 হাজার থেকে 25 হাজার কুইন্টাল জরদালু আমের ফলন হয় তাঁর জমিতে । এবছর ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে দুটি নতুন ধরনের আমের ফলন করেছেন । নরেন্দ্র মোদির নামে এই আম দু'টির নাম রেখেছেন মোদি 1 ও মোদি 2 ।