পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সম্পত্তি বিবাদে খুন 10 বার বিয়ে করা কৃষক! - 10 বার বিয়ে

10 বার বিয়ে করেছিলেন পেশায় কৃষক জগনলাল যাদব৷ দিন কয়েক আগে ক্ষেতে তাঁর দেহ উদ্ধার হয়৷ পুলিশের অনুমান, সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই খুন হন 52 বছরের ওই ব্য়ক্তি৷ উত্তরপ্রদেশের ভোজিপুরার ঘটনা৷

Man who married 10 times killed over property
সম্পত্তি বিবাদে খুন 10 বার বিয়ে করা কৃষক!

By

Published : Jan 24, 2021, 6:39 PM IST

বরেলি (উত্তরপ্রদেশ), 24 জানুয়ারি:10টা বিয়ে করেও পার পেয়ে গিয়েছিলেন৷ তবে পারলেন না সম্পত্তির বিবাদ পাশ কাটাতে৷ অজ্ঞাতপরিচয় আততায়ীর হাতে প্রাণ খোয়াতে হল 52 বছরের এক ব্য়ক্তিকে৷ ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল উত্তরপ্রদেশের ভোজিপুরায়৷

নিহত ওই ব্য়ক্তির নাম জগনলাল যাদব৷ পেশায় কৃষক জগনলালের সম্পত্তির পরিমাণ নেহাত কম নয়৷ বংশানুক্রমে কয়েক কোটি টাকার সম্পত্তি পেয়েছিলেন তিনি৷ যা তাঁর পালিত পুত্রকে দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন জগনলাল৷ দিন কয়েক আগে ক্ষেতের মধ্য়ে দেহ উদ্ধার হয় তাঁর৷ মৃতদেহের গলায় জড়ানো ছিল একটি মাফলার৷ মনে করা হচ্ছে, ওই মাফলার পেঁচিয়েই শ্বাসরোধ করে খুন করা হয়েছে জগনলালকে৷

ভোজপুরা স্টেশন হাউসের আধিকারিক মনোজ কুমার ত্য়াগী জানিয়েছেন, ইতিমধ্য়েই খুনের মামলা রুজু করেছে পুলিশ৷ ময়নাতদন্তে শ্বাসরোধ করে খুনের প্রমাণও মিলেছে৷ এছাড়া, মৃতদেহের মাথায় ক্ষতচিহ্নও রয়েছে৷ চিকিৎসকদের মতে, কোনও ভোঁতা বস্তু দিয়ে জগনলালের মাথায় আঘাত করাতেই ওই ক্ষত তৈরি হয়েছে৷

স্থানীয় সূত্রে খবর, জগনলাল তাঁর পালিত পুত্রকে সম্পত্তি দিতে চাইলেও, তাতে খুশি ছিল না যাদব পরিবার৷ জগনলালের এই সিদ্ধান্তে নাখুশ ছিলেন তাঁর দাদা৷

প্রসঙ্গত, বহু বিবাহের জন্য় এলাকায় পরিচিত নাম ছিলেন জগনলাল৷ ন‘য়ের দশকের গোড়ার দিকে প্রথমবার বিয়ে করেন তিনি৷ তাঁর স্ত্রীদের মধ্য়ে পাঁচজনই রোগে ভুগে মারা যান! অন্য় তিনজন জগনলালকে ছেড়ে সংসার পাতেন অন্য় মানুষের সঙ্গে৷ বাকি দু’জন অবশ্য় আমরণ জগনলালের সঙ্গে ছিলেন৷ এঁদের মধ্য়ে একজনের বয়স 35 বছর, অন্য়জনের 40 বছর৷ তাঁদের দু‘জনেরই বাড়ি পশ্চিমবঙ্গে৷

তবে পুলিশের দাবি, জগনলালের ব্যক্তিগত জীবন সম্পর্কে তারা কিছুই জানত না৷ তদন্তকারীদের মতে, সম্পত্তির জন্য়ই খুন হতে হয়েছে জগনলালকে৷ বংশানুক্রমে তিনি যে জমি পেয়েছিলেন, তার দাম এখন আকাশছোঁয়া৷ স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, জগনলাল একের পর এক বিয়ে করলেও তাঁর কোনও সন্তান ছিল না৷ এক যুবক তাঁর সঙ্গে থাকতেন৷ তিনি জগনলালের এক স্ত্রীর প্রথম স্বামীর সন্তান৷

স্থানীয় বাসিন্দাদের দাবি, জগনলালের বহুবিবাহের সিদ্ধান্তে সায় ছিল না তাঁর বাবারও৷ এমনকী, এরজন্য় ছেলেকে ত্য়াজ্য়পুত্রও করেন তিনি৷ নিজের নামে থাকা 70 বিঘা জমির পুরোটাই লিখে দেন জগনলালের দাদাকে৷ যদিও পরে জগনলালের দাদা তা থেকে 14 বিঘা জমি ভাইকে ফিরিয়ে দেন৷ ঘটনাটি ঘটে 1999 সালে৷ পঞ্চায়েতের নির্দেশেই ভাইকে জমি ছেড়ে দিতে বাধ্য় হন জগনলালের দাদা৷

ABOUT THE AUTHOR

...view details