পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নির্ভয়ার আসামিদের ফাঁসুড়ে হতে চাই,রাষ্ট্রপতিকে চিঠি ব্যক্তির - Tihar Jail

নির্ভয়ার আসামিদের ফাঁসি দিতে অস্থায়ী ফাঁসুড়ে পদে নিযুক্ত হতে চান শিমলার রবি কুমার । এই মর্মে রাষ্ট্রপতির কাছে একটি চিঠিও পাঠান শিমলার রবি কুমার । তিনি বলেছেন, "আমাকে ফাঁসুড়ের পদে নিয়োগ করুন । আসামিদের ফাঁসির প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি হলে তবেই নির্ভয়ার আত্মার শান্তি পাবে । "

Nirbhaya
শিমলার রবি কুমার

By

Published : Dec 4, 2019, 9:22 PM IST

Updated : Dec 4, 2019, 10:13 PM IST

শিমলা, 4 ডিসেম্বর : নির্ভয়ার আসামিদের ফাঁসি দেওয়ার ভার নিতে চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি পাঠালেন শিমলার এক ব্যক্তি । নির্ভয়াকাণ্ডে মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামিদের রাখা হয়েছে তিহার জেলে । সেখানেই ফাঁসি দেওয়া হবে ওই আসামিদের । এগিয়ে আসছে ফাঁসির দিনও । কিন্তু সমস্যা হল তিহার জেলে বর্তমানে কোনও ফাঁসুড়ে নেই ।

সমস্যার সমাধান নিয়ে হাজির হিমাচল প্রদেশের রবি কুমার । শিমলার বাসিন্দা ওই ব্যক্তি পেশায় সবজি বিক্রেতা । সবজি বেচার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও যুক্ত থাকেন তিনি । এবার তিহারে অস্থায়ী ফাঁসুড়ের পদে নিযুক্ত হতে চান তিনি। এই মর্মে রাষ্ট্রপতির কাছে একটি চিঠিও পাঠান শিমলার রবি কুমার । তবে এর জন্য কোনও পারিশ্রমিক চান না রবি কুমার ।

তিনি বলেছেন, " ধর্ষণের পর সাত বছর কেটে গেছে । কিন্তু এখনও ধর্ষকদের সাজা হয়নি । আমাকে ফাঁসুড়ের পদে নিয়োগ করুন । এর জন্য আমি কোনও পারিশ্রমিক চাই না । আসামিদের ফাঁসির প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি হলে তবেই নির্ভয়ার আত্মার শান্তি পাবে । এই ধরণের ঘৃণ্য অপরাধ যারা করে তাদেরকে আমি জানাতে চাই অপরাধ করে কেউ ছাড় পাবে না । "

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রক তরফে আজ জানানো হয়েছে যে আসামি প্রাণভিক্ষার আবেদন জানিয়েছিল তা আজ স্বরাষ্ট্র মন্ত্রকে জমা পড়েছে । খুব শীঘ্রই এটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে ।

আরও পড়ুন :নির্ভয়া হত্যাকারীর প্রাণভিক্ষার আবেদন খারিজের আর্জি কেজরিওয়াল সরকারের

দিল্লির নির্ভয়া কাণ্ডে অভিযুক্ত 6 আসামির একজন জেলেই আত্মহত্যা করেছিল ৷ অন্য এক অপরাধী নাবালক হওয়ায় 3 বছরের সর্বাধিক শাস্তি জানিয়েছে আদালত ৷ 2015 সাল থেকে মুক্তি পেয়েছে সে ৷ বাকি 4 অপরাধীকে 2013 সালে সর্বোচ্চ অপরাধের রায় দেয় ট্রায়াল কোর্ট ৷ 2014 সালে এই রায়ই বহাল রেখেছিল দিল্লি হাইকোর্ট ৷ মামলা পুনর্বিবেচনার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তারা ৷ 2017 সালে দিল্লি হাইকোর্টের রায়ই বহাল রাখে সুপ্রিম কোর্ট ৷

Last Updated : Dec 4, 2019, 10:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details