শিমলা, 4 ডিসেম্বর : নির্ভয়ার আসামিদের ফাঁসি দেওয়ার ভার নিতে চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি পাঠালেন শিমলার এক ব্যক্তি । নির্ভয়াকাণ্ডে মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামিদের রাখা হয়েছে তিহার জেলে । সেখানেই ফাঁসি দেওয়া হবে ওই আসামিদের । এগিয়ে আসছে ফাঁসির দিনও । কিন্তু সমস্যা হল তিহার জেলে বর্তমানে কোনও ফাঁসুড়ে নেই ।
সমস্যার সমাধান নিয়ে হাজির হিমাচল প্রদেশের রবি কুমার । শিমলার বাসিন্দা ওই ব্যক্তি পেশায় সবজি বিক্রেতা । সবজি বেচার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও যুক্ত থাকেন তিনি । এবার তিহারে অস্থায়ী ফাঁসুড়ের পদে নিযুক্ত হতে চান তিনি। এই মর্মে রাষ্ট্রপতির কাছে একটি চিঠিও পাঠান শিমলার রবি কুমার । তবে এর জন্য কোনও পারিশ্রমিক চান না রবি কুমার ।
তিনি বলেছেন, " ধর্ষণের পর সাত বছর কেটে গেছে । কিন্তু এখনও ধর্ষকদের সাজা হয়নি । আমাকে ফাঁসুড়ের পদে নিয়োগ করুন । এর জন্য আমি কোনও পারিশ্রমিক চাই না । আসামিদের ফাঁসির প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি হলে তবেই নির্ভয়ার আত্মার শান্তি পাবে । এই ধরণের ঘৃণ্য অপরাধ যারা করে তাদেরকে আমি জানাতে চাই অপরাধ করে কেউ ছাড় পাবে না । "