পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিমানবন্দরে স্ক্রিনিং না করেই পালালেন ব্যক্তি ! পাঠানো হল কোয়ারানটিনে - দিল্লি বিমানবন্দরে স্ক্রিনিং না করেই পালালেন ব্যক্তি

কাজ়াখস্তান থেকে দিল্লি ফিরে স্ক্রিনিং না করেই পালালেন এক বৃদ্ধ ৷ এরপর CCTV ফুটেজ দেখে তাঁকে ধরে পুলিশ ৷ পাঠানো হয়েছে হোম কোয়ারানটিনে ৷

Man Skipped Screening At Delhi Airport, Traced, Home Quarantined
দিল্লি বিমানবন্দরে স্ক্রিনিং না করেই পালালেন ব্যক্তি

By

Published : Jun 30, 2020, 2:52 AM IST

দিল্লি, 29 জুন : দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে স্ক্রিনিং না করেই পালালেন এক বৃদ্ধ ৷ এরপর তাঁকে গাজ়িয়াবাদ থেকে উদ্ধার করে 14 দিনের জন্য হোম কোয়ারানটিনে পাঠায় পুলিশ ৷ কাজ়াখস্তান থেকে দেশে ফিরেছিলেন তিনি ৷

ওই বৃদ্ধের নাম হরজিৎ সিং ৷ তিনি দিল্লির দিলসাদ গার্ডেনের বাসিন্দা ৷ তিনি এয়ার ইন্ডিয়ার 1916 নম্বর ফ্লাইটে কাজ়াখস্তানের অলমাতি থেকে শনিবার ফেরেন ৷ এরপর এগজ়িট গেটের বাইরে টার্মিনাল 3 - এর সামনে স্ক্রিনং হল থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি ৷

ঘটনার পর পুলিশে খবর দেওয়া হয় ৷ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, তদন্ত করে দেখা গেছে বিমানবন্দরে দেওয়া ওই ব্যক্তির মোবাইল নম্বর ও ঠিকানা ভুল ছিল ৷ পরে CCTV ফুটেজে দেখা যায় ওই ব্যক্তি একটি গাড়িতে করে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যায় ৷ এরপর ওই গাড়ির নম্বর ও ফুটেজ দেখে তাঁকে গাজ়িয়াবাদের ইন্দিরাপুরমে ধরা হয় ৷ সেখান থেকে তাঁকে হোম কোয়ারানটিনে পাঠানো হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও মহামারি আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details