লখিমপুর, 5 অক্টোবর: টাকা-পয়সা নিয়ে বিবাদের জেরে বন্ধুকে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে । উত্তরপ্রদেশের লখিমপুরের বাহাদুরনগর এলাকার ঘটনা । আজ সকালে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় । মৃতের নাম উৎকর্ষ সাক্সেনা । তিনি ওই এলাকারই বাসিন্দা । ধৃতের নাম যশ গুপ্তা । বাড়ি সন্তকা দেবী এলাকায় ।
পুলিশ সূত্রে খবর, কয়েক মাস আগে দুই বন্ধু স্থানীয় একটি বাজারে যান । সেখানে টাকা-পয়সা নিয়ে দু'জনের মধ্যে ঝামেলা হয় । কিছুক্ষণ পর তা হাতাহাতিতে পৌঁছায় । যদিও তখন তা মিটে যায় ।
গতকাল সরকারি কুষ্ঠ হাসপাতালের কাছে একটি নির্জন জায়গায় উৎকর্ষকে আসতে বলে যশ । আগেও এই জায়গায় উৎকর্ষকে মারার ছক কষেছিল সে । উৎকর্ষ ঘটনাস্থানে পৌঁছাতেই দু'জনের মধ্যে বচসা শুরু হয় । এই সময় বন্দুক বের করে উৎকর্ষকে গুলি করে যশ । ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর । মৃতদেহ কাছাকাছি জঙ্গলে ফেলে রেখে চম্পট দেয় যশ । বিষয়টি নজরে আসে হাসপাতালের কর্মীদের । পুলিশে খবর দেওয়া হয় । পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।
লখিমপুর থানার আধিকারিক বিজয় ধুল বলেন, "24 ঘণ্টার তদন্তের মধ্যেই আমরা যশ গুপ্তা নামে অভিযুক্তকে গ্রেপ্তার করেছি । তাকে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হবে । জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেপাজতের আবেদন করা হবে ।"