দিল্লি : গাজিপুর সীমান্তে তিনি যখন সেই আবেগতাড়িত ভাষণ দিয়েছিলেন, এবং তিনটি কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে বিক্ষোভরত কৃষকদের মনোবল বাড়িয়েছিলেন, তারপর থেকেই কিষাণ ইউনিয়নের (বিকেইউ) মুখপাত্র রাকেশ টিকাইত পাদপ্রদীপের আলোয় আসেন । তাঁর বক্তৃতা ভাইরাল হতেই স্থানীয় কৃষকরা, বিশেষ করে যাঁরা পশ্চিম উত্তরপ্রদেশের বাসিন্দা, চ্যালেঞ্জ নেন এবং শপথ করেন যে তাঁর চোখের জল ব্যর্থ হতে দেবেন না । রাকেশ টিকাইতের বড় ভাই নরেশ টিকাইত জানান, গাজিপুরের বিক্ষোভ থেমে যাবে, কারণ প্রশাসন ওই জায়গা খালি করতে তাঁদের চাপ দিচ্ছে । নরেশ টিকাইতও বলেছেন, “আমাদের ভাইয়ের কান্না ব্যর্থ হবে না । সেই লোকটি, যিনি তিনটি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত বিক্ষোভস্থল না ছাড়ার শপথ নিয়েছেন, তিনি শুধু বিক্ষোভকারী নন, দেশজুড়ে নেটিজেনদেরও সহমর্মিতা কুড়িয়েছেন ।
- কে এই রাকেশ টিকাইত ?
রাকেশ টিকাইতের জন্ম 1969 সালের 4 জুন, মুজফফরনগরের সিসৌলিতে । বিকেইউ নেতা রাকেশ 44 বার জেলে গেছেন । তিনি মিরাট বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং আইন নিয়েও পড়াশোনা করেছেন । মধ্যপ্রদেশে জমি অধিগ্রহণ আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর জন্য তিনি 39 দিন জেল খেটেছিলেন । শুধু তাই নয়, আখের সহায়ক মূল্য বাড়ানোর দাবিতে যখন সংসদের বাইরে তিনি বিক্ষোভ দেখান এবং আখ পুড়িয়েছিলেন, তখনও তাঁকে জেলে পাঠানো হয় ।