দেরাদুন, 19 জুন : কন্যাসন্তান হওয়ায় বিবিকে তালাক দিল এক ব্যক্তি ৷ উত্তরাখণ্ডের কাশিপুর জেলার ঘটনা ৷ ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷
9 বছর আগে তাঁদের নিকাহ হয়েছিল ৷ কন্যাসন্তান হওয়ায় প্রথম থেকেই শ্বশুরবাড়ির সদস্যরা ওই মহিলার উপর অত্যাচার করত বলে অভিযোগ ৷ পণের দাবিও করা হয় ৷ কয়েকদিন এবারও কন্যাসন্তান হয় ৷ সেকারণেই তাঁকে তালাক দেয় শওহর ৷
ওই মহিলার এরপর থানায় অভিযোগ দায়ের করেন ৷ তিনি বলেন, "আমার শওহর প্রায় একবছর আগেই শাহগুফতা নামের এক মহিলাকে লুকিয়ে নিকাহ করে ৷ আমি এই ঘটনা জানতে পারি ৷ আমি তাঁর দ্বিতীয় বিয়ের কথা জানতে পেরে প্রতিবাদ করলে আমায় মারধর করা হয় ৷ এরপর আমাদের নিয়ে একটি ভাড়াবাড়িতে থাকতে শুরু করে ৷ চাপ দিতে থাকে যাতে আমরা একসঙ্গে থাকি ৷ আমরা দু'জনেই একসাথে বিরোধিতা করি ৷ এরপর 17 জুন তার বাড়ির আত্মীয় পরিজনদের সামনে আমায় তালাক দেয় ৷ "
গত বছর 30 জুলাই লোকসভার পর রাজ্যসভায় পাশ হয় তাৎক্ষণিক তিন তালাক বিল ৷ এবার রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয় বিলটি ৷ 1 অগাস্ট বিলে অনুমোদন দেন রাষ্ট্রপতি ৷