শ্রীগঙ্গানগর, 8 জুন: স্ত্রী ও ছেলেকে খুনের দায়ে গ্রেপ্তার এক 50 বছর বয়সী ব্যক্তি। রাজস্থানের শ্রীগঙ্গানগর এলাকার ঘটনা। ধৃতের নাম শাতনম সিং। ঘটনার পরেই অভিযুক্ত ব্যক্তি থানায় আত্মসমর্পণ করে।
জানা গিয়েছে, রবিবার রাতে অভিযুক্তের স্ত্রী ভেরপাল কৌর ও 20 বছরের ছেলে বলবিন্দর ঘুমোচ্ছিলেন। ঘুমের মধ্যে আচমকাই তাঁদের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে শাতনাম। ঘটনাস্থানেই মৃত্যু হয় দুজনের। পুরো ঘটনাটি তার বড় ছেলে রাজভিন্দর দেখে ফেলায় তাঁকেও খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদের কারণেই এমন করেছেন শাতনম।