পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোয়ারানটাইন থেকে পালাতে ঝাঁপ, পা ভেঙে হাসপাতালে ব্যক্তি - corona

18 তারিখ থেকে ছিল কোয়ারানটাইনে । কিন্তু সেখান থেকে পালাতে গতকাল কোয়ারানটাইন সেন্টারের তিন তলা থেকে ঝাঁপ মারে ব্যক্তি । পা ভেঙে জায়গা হয় হাসপাতালে ।

ছবি
ছবি

By

Published : Apr 21, 2020, 1:30 PM IST

মুম্বই, 21 এপ্রিল : কোয়ারানটাইন সেন্টার থেকে পালাতে তিন তলা থেকে ঝাঁপ মারল এক ব্যক্তি । পা ভেঙে অবশেষে হাসপাতালে যেতে হল তাকে । ঘটনাটি মহারাষ্ট্রের থানে এলাকার ।

কোরোনা আক্রান্তের সংস্পর্শে আসায় শনিবার থানের একটি কোয়ারানটাইন সেন্টারে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের চেম্বুরের ওই বাসিন্দাকে । গত তিনদিন ধরে সেখানে স্বাভাবিকই ছিল সে । গতকাল হঠাৎ করে থানে পৌরনিগমের ওই কোয়ারানটাইন সেন্টার থেকে পালানোর চেষ্টা করে । ঝাঁপ দেয় তিন তলা থেকে । জখম অবস্থায় কোয়ারানটাইন সেন্টারের নিরাপত্তারক্ষীরা তাকে উদ্ধার করেন । পুলিশ তাকে সেখান থেকে থানে সিভিল হাসপাতালে নিয়ে গিয়ে ভরতি করে । আপাতত সেখানেই চিকিৎসা চলছে তার ।

চিকিৎসকরা জানিয়েছেন, ওই ব্যক্তির একটি পা ভেঙে গেছে ও অনেকগুলি চোট রয়েছে । চিকিৎসা চলছে । এদিকে, কোয়ারানটাইন সেন্টার থেকে পালানোর চেষ্টায় তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 188 নম্বর ধারা, 271 নম্বর ধারা ও 338 নম্বর ধারায় মামলা রুজু হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details