তিরুবনন্তপুরম, 17 ডিসেম্বর : মোবাইল চোর সন্দেহে এক ব্যক্তিকে মারধর ৷ পুড়িয়ে দেওয়া হল পুরুষাঙ্গ ৷ কেরলের তিরুবনন্তপুরমের এই ঘটনায় মৃত ওই ব্যক্তির পুরুষাঙ্গ 40 শতাংশ পুড়ে যায় ৷ বছর তিরিশের মৃত ওই ব্যক্তি তিরুভাল্লমের বাসিন্দা বলে জানা গেছে ৷ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে ৷
চোর সন্দেহে মারধর, পুড়িয়ে দেওয়া হল পুরুষাঙ্গ, মৃত ব্যক্তি - তিরুভাল্লম
মোবাইল চোর সন্দেহে মারধর ৷ পুড়িয়ে দেওয়া হল পুরুষাঙ্গ ৷ ঘটনায় মারা গেল আক্রান্ত ওই ব্যক্তি ৷ তিরুবনন্তপুরম বাস স্ট্যান্ডের কাছে ঘুমন্ত এক ব্যক্তির থেকে মোবাইল চুরি করার সন্দেহে মৃত ওই ব্যক্তির উপর চড়াও হয় সাত জন ৷ ভিডিয়ো ফুটেজের সূত্র ধরে পাঁচজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ ৷
পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনাটি ঘটেছে তিরুবনন্তপুরম বাস স্ট্যান্ডের কাছে ৷ ঘুমন্ত এক ব্যক্তির থেকে মোবাইল চুরি করার সন্দেহে মৃত ওই ব্যক্তির উপর চড়াও হয় সাত জন ৷ তাদের মধ্যে স্থানীয় কিছু অটো চালকও ছিল বলে জানিয়েছে পুলিশ ৷ চুরির সন্দেহে তারা ওই ব্যক্তিকে মারধর করে ৷ গরম ও ধারালো কোনও অস্ত্র দিয়ে আঘাত করা হয় পুরুষাঙ্গে ৷ ঘটনায় আক্রান্তের পুরুষাঙ্গ 40 শতাংশ পুড়ে যায় ৷ পুলিশ সংবাদ সংস্থাকে জানিয়েছে, "পুরুষাঙ্গ যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছিল, তার থেকেই মৃত্যু হয় ওই ব্যক্তির ৷"
ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় থানার পুলিশ ৷ ঘটনার সময়ে আশেপাশের লোকেরা পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেছিল ৷ সেই ভিডিয়ো ফুটেজের সূত্র ধরেই সাতজনের মধ্যে পাঁচজনকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে ৷ নাসির, দীনেশ ভার্গিস, অরুণ, সজন ও রবিনসন নামের ওই পাঁচ জনকে গ্রেপ্তার করেছে স্থানীয় থানার পুলিশ ৷