হায়দরাবাদ, 5 ফেব্রুয়ারি : প্লাস্টিকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে অভিনব পদক্ষেপ হায়দরাবাদের বিশাল রঞ্জনের ৷ তৈরি করেছেন প্লাস্টিকমুক্ত, Unified Payments Interface ভিত্তিক ক্রেডিট কার্ড ৷ লক্ষ্য, প্রথমে হায়দরাবাদ ও পরে সারা দেশে প্লাস্টিকের ব্যবহার ক্রমশ কমানো ৷
MBA গ্র্যাজুয়েট বিশাল তাঁর এই উদ্যোগের জন্য ব্যাঙ্ক বা অন্য কারও কোনও সমর্থন পাননি ৷ কিন্তু তাঁর নিরলস প্রচেষ্টা সফল হয়েছে ৷ তৈরি করেছেন VCard ৷ এটি একটি ক্রেডিট কার্ড যা স্মার্ট ফোনের মাধ্যমে কাজ করে ৷ একটাই পার্থক্য, এক্ষেত্রে প্লাস্টিকের তৈরি কার্ড ব্যবহার করা হয় না ৷
মূলত, অ্যাকাউন্ট ব্যালেন্স এবং ওই অ্যাকাউন্টে লেনদেনের পরিমাণ দেখে তবেই ব্যাঙ্ক গ্রাহকদের ক্রেডিট কার্ড দিয়ে থাকে ৷ কিন্তু VCard-এর ক্ষেত্রে ন্যূনতম অ্যাকাউন্ট ব্যালেন্স থাকলেই গ্রাহকদের পরিষেবা দেওয়া হয় ৷
VCard Unified Payments Interface-এর মাধ্যমে পরিচালিত হয় ৷ এর জন্য রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে অনুমতিও নেওয়া হয়েছে ৷ VCard-এ সর্বোচ্চ সীমা 2 লাখ টাকা ৷ ভবিষ্যতে প্রয়োজনে টাকা তোলার জন্য আগে থেকে টাকা অ্যাপ অ্যাকাউন্টে জমা করতে হয় ৷ সাধারণ ক্রেডিট কার্ডের মতোই লেনদেনের 30 দিনের মধ্যে টাকা জমা করতে হয় ৷ এমনকী এক্ষেত্রে ইনস্টলমেন্ট বা EMI এর সুবিধাও আছে ৷
বিগত দু'বছর ধরে বিশাল তাঁর এই স্টার্ট আপের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য প্রয়াস চালাচ্ছেন ৷ পাশাপাশি দেশের প্রায় 100 টি হাসপাতালে প্রযুক্তিগত সহায়তা করে থাকেন ৷ এবং বিভিন্ন কম্পানিতে পরামর্শদাতা হিসেবে কাজ করেন ৷
VCard : প্লাস্টিক মুক্ত UPI ভিত্তিক ক্রেডিট কার্ড VCard কার্যকরী প্রমাণিত হলে সরকার এর প্রচলিত সংস্করণটি বাতিল করে নতুন সংস্করণ ব্যবহারে উদ্যোগী হতে পারে ৷ তাই বিশাল এখন প্রচলিত VCard-কে আরও উন্নততর করার কাজ শুরু করেছেন ৷ বর্তমানে দেশের 47টি শহরে তাঁর VCard পরিষেবা চালু রয়েছে ৷ দেশের অন্য শহরগুলিতেও এই পরিষেবা চালু করার পরিকল্পনা করছেন ৷