মুম্বই, 24 মে : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রাণনাশের হুমকি । এই অভিযোগে মহারাষ্ট্র থেকে গ্রেপ্তার এক যুবক । গতকাল মহারাষ্ট্র পুলিশের জঙ্গিদমন শাখা ওই যুবককে চুনাভাত্তি এলাকা থেকে গ্রেপ্তার করে ।
মহারাষ্ট্র পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শুক্রবার উত্তরপ্রদেশ পুলিশের সোশাল মিডিয়া হেল্প ডেস্ক উড়ো ফোন পায়। সেখানে কোনও এক যুবক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বোমা মারার হুমকি দিতে থাকে । বলতে থাকে, মেরে দেবে মুখ্যমন্ত্রীকে । এনিয়ে উত্তরপ্রদেশ পুলিশের তরফে ভারতীয় দণ্ডবিধির 506 ধারায় গোমতিনগর থানায় অভিযোগ দায়ের করা হয় ।