পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গ্রেটার নয়ডায় নিগৃহীত এক চিনা মহিলা - গ্রেটর নয়ডায় নিগৃহীত এক চিনা মহিলা

গ্রেটার নয়ডায় পথ কুকুরদের খাওয়ানোর প্রতিবাদে এক চিনা মহিলা নিগৃহীত হন । অভিযুক্ত গ্রেপ্তার ।

man-arrested-for-assaulting-chinese-woman-in-greater-noida
গ্রেটর নয়ডায় নিগৃহীত এক চীনা মহিলা

By

Published : May 31, 2020, 9:33 AM IST

নয়ডা, 31 মে : পথের কুকুরদের খাওয়াতে গিয়ে নিগৃহীত হলেন এক চিনা মহিলা । উত্তরপ্রদেশে স্থানীয় এক ব্যক্তির হাতে তিনি শারীরিক নিগৃহীত হন । গ্রেটার নয়ডার বিটা-2 এলাকার ATS গ্রিন প্যারাডাইস সোসাইটির ঘটনা ।

পুলিশের ডেপুটি কমিশনার বৃন্দা শুক্লা (মহিলা নিরাপত্তারক্ষী) বলেন, "গত 25 মে এক চিনা মহিলার কাছ থেকে একটি অভিযোগ করেন । পথে সারমেয়দের খাওয়ানোর প্রতিবাদে প্রতিবেশি এক ব্যক্তি তাঁকে শারীরিক নিগ্রহ করেন ।"

DCP জানান, "অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে । ওই মহিলার মেডিকেল রিপোর্টও মিলেছে । মূলত, পথের কুকুরদের খাওয়ানোর জন্য অভিযুক্ত ওই চিনা মহিলাকে নিগ্রহ করেছে ।" অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।

ঘটনা প্রসঙ্গে নয়ডার পুলিশ টুইট করে জানান, চিনা মহিলাকে নিগ্রহের দায়ে অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে । ভারতীয় দণ্ডবিধি অনুসারে, 354বি, 504 এবং 323 ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details