নয়ডা, 31 মে : পথের কুকুরদের খাওয়াতে গিয়ে নিগৃহীত হলেন এক চিনা মহিলা । উত্তরপ্রদেশে স্থানীয় এক ব্যক্তির হাতে তিনি শারীরিক নিগৃহীত হন । গ্রেটার নয়ডার বিটা-2 এলাকার ATS গ্রিন প্যারাডাইস সোসাইটির ঘটনা ।
পুলিশের ডেপুটি কমিশনার বৃন্দা শুক্লা (মহিলা নিরাপত্তারক্ষী) বলেন, "গত 25 মে এক চিনা মহিলার কাছ থেকে একটি অভিযোগ করেন । পথে সারমেয়দের খাওয়ানোর প্রতিবাদে প্রতিবেশি এক ব্যক্তি তাঁকে শারীরিক নিগ্রহ করেন ।"