পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মমতা হিরণ্যকশিপুর বংশধর নয় তো ? প্রশ্ন BJP সাংসদের - Jai Shri Ram

মমতা বন্দ্যোপাধ্যায় হিরণ্যকশিপুর বংশধর নয় তো ? মন্তব্য করলেন BJP নেতা সাক্ষী মহারাজ ।

মমতা

By

Published : Jun 2, 2019, 8:31 PM IST

Updated : Jun 2, 2019, 9:41 PM IST

দিল্লি, 2 জুন : "হিরণ্যকশিপু নামে এক রাক্ষস ছিল । জয়শ্রীরাম বলায় ছেলেকে সে কারাগারে বন্দী করে রেখেছিল । আর বাংলায় এখন ঠিক সেটাই হচ্ছে । মমতা বন্দ্যোপাধ্যায় হিরণ্যকশিপুর বংশধর নয় তো ?" আজ এমনই মন্তব্য করলেন BJP নেতা সাক্ষী মহারাজ ।

জয়শ্রীরাম ইশুতে শাসক-বিরোধী বাকবিতণ্ডা অব্যাহত । চন্দ্রকোনা, জগদ্দল ও নৈহাটির পর আজ ফেসবুকেও জয়শ্রীরাম নিয়ে সরব হন মমতা । লেখেন, "কোনও রাজনৈতিক দলের ব়্যালিতে যেকোনও স্লোগান নিয়ে আমার কোনও আপত্তি নেই । সেটা তাদের দলের জন্য । প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব স্লোগান রয়েছে । যেমন আমাদের জয় হিন্দ, বন্দে মাতরম । বামেদের ইনকিলাব জ়িন্দাবাদ । আমার তাতে কোনও সমস্যা নেই ।" তবে BJP ধর্মীয় স্লোগানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি ।

এরপরই মমতাকে হিরণ্যকশিপুর সঙ্গে তুলনা করেন BJP নেতা তথা সাংসদ সাক্ষী মহারাজ । বলেন, জয়শ্রীরাম বলায় ছেলেকে সে কারাগারে বন্দী করে রেখেছিল । বাংলায় এখন ঠিক সেটাই হচ্ছে । মমতা বন্দ্যোপাধ্যায় হিরণ্যকশিপুর বংশধর নয় তো ?"

তিনি আরও বলেন, "যারা জয়শ্রীরাম বলছেন, তাঁদের জেলে পাঠানো হচ্ছে । এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায় মেজাজ হারাচ্ছেন, রাস্তায় নামছেন । জয়শ্রীরাম ধ্বনির বিরোধিতায় তিনি না জানি আর কত যোজনা তৈরি করবেন ।"

এই সংক্রান্ত খবর :জয়শ্রীরামে সমস্যা নেই, ধর্মীয় স্লোগানকে রাজনীতিতে মেশানোয় আপত্তি : মমতা

Last Updated : Jun 2, 2019, 9:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details