পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অসংবেদনশীল মন্তব্য থেকে বিরত থাকুন, নাম না করে খট্টরকে বার্তা মমতার

জম্মু ও কাশ্মীর নিয়ে অসংবেদনশীল মন্তব্য থেকে বিরত থাকারও আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

অসংবেদনশীল মন্তব্য থেকে বিরত থাকুন, নাম না করে খট্টরকে বার্তা মমতার

By

Published : Aug 10, 2019, 3:30 PM IST

কলকাতা, 10 অগাস্ট : নাম না করে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরকে নিজের পদের গরিমা স্মরণ করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি জম্মু ও কাশ্মীর নিয়ে অসংবেদনশীল মন্তব্য থেকে বিরত থাকারও আবেদন জানান তিনি । আজ টুইট করে তিনি লেখেন, "উচ্চপদে অধিষ্ঠিত লোকদের জম্মু ও কাশ্মীরের মানুষ সম্পর্কে অসংবেদনশীল মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে । এগুলি কেবল জম্মু ও কাশ্মীরের জন্য নয়, সমগ্র জাতির জন্য ক্ষতিকর ।"

প্রসঙ্গত, এর আগে কাশ্মীরি মহিলাদের উদ্দেশে কুরুচিকর মন্তব্য করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর । গতকাল ফতেহাবাদে মহাঋষি ভগীরথ জয়ন্তী সমারোহ অনুষ্ঠানে গিয়েছিলেন BJP নেতা তথা হরিয়ানার মুখ্যমন্ত্রী । সেখানেই তিনি জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার প্রসঙ্গ তুলে মহিলাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন । খট্টর বলেন, "‌আমাদের মন্ত্রী ওপি ধনকড় বলেছেন, তিনি বিহার থেকে পূত্রবধূ নিয়ে আসবেন । তবে মানুষ এখন বলছে, কাশ্মীরের রাস্তা তো পরিষ্কার । তাই কাশ্মীর থেকেই বিয়ের জন্য মেয়ে নিয়ে আসা যায় ।"

অবশ্য কাশ্মীর নিয়ে ‌কুরুচিকর মন্তব্য এই প্রথম নয় । কাশ্মীরি মেয়েদের নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ান উত্তরপ্রদেশের এক BJP বিধায়ক । তিনি বলেন, ''BJP কর্মীরা চাইলে কাশ্মীরে জমি কিনতে পারবেন, বিয়েও করতে পারবেন ফর্সা মেয়েদের ৷'' মঙ্গলবার মুজফফরনগরে এই মন্তব্য করেছিলেন তিনি ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details