মেদিনীপুর, 7 ডিসেম্বর : কৃষক আন্দোলনের পাশে আছি, থাকব । বনধকে নৈতিক সমর্থন করছি। মেদিনীপুর কলেজ মাঠে জনসভার মঞ্চ থেকে জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভার শুরুতেই তাঁর বার্তা, তৃণমূল অতীতকে ভোলে না ৷ নবান্নের ধান ছুঁয়ে মমতার শপথ, ‘‘নন্দীগ্রাম-সিঙ্গুর-নেতাইয়ের কথা আমি ভুলিনি ৷’’ এদিনের সভা থেকেই একুশের নির্বাচনের প্রচার শুরু করে দেন তৃণমূল নেত্রী ৷ মঞ্চ থেকে বিজেপির উদ্দেশ্য়ে তাঁর বার্তা, বহিরাগতদের নিয়ে তিনি বাংলাকে দখল করতে দেবেন না ৷
এতদিন বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে বনধের বিরোধী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের ডাকা বনধে সমর্থন জানালেন তিনি ৷ তবে, ধর্মঘটের পক্ষে সায় নেই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ৷ তিনি সাফ জানিয়ে দেন, কেন্দ্রের এই কালা কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের আন্দোলনকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় সমর্থন করছেন ৷ এমনকী মঙ্গলবারের কৃষকদের ডাকা ভারত বনধকেও তিনি নৈতিকভাবে সমর্থন জানাচ্ছেন ৷ তবে, ধর্মঘট করে জনজীবন ও জীবিকা বন্ধ করে দেওয়ার সমর্থন তিনি করবেন না ৷