দিল্লি ও কলকাতা, 5 জুন : পরিবেশ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর টুইটবার্তা, "সবাইকে বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা ৷ সেভ গ্রিন সেভ লাইফ ৷ আমফান ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণবঙ্গ ও কলকাতায় ব্যাপক ক্ষতি হয়েছে ৷ প্রায় 10 হাজার গাছ উপড়ে গেছে ৷ পশ্চিমবঙ্গে আবার সবুজায়ন ফেরাতে আমাদের একত্রে কাজ করতে হবে ৷"
রাজ্যে সবুজ ফেরাতে একযোগে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর - cyclone
আজ বিশ্ব পরিবেশ দিবস ৷ দেশ ও রাজ্যে সবুজায়ন ফেরাতে সকলকে একসাথে কাজ করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী ৷
টুইটারে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীও ৷ বলেন, উদ্ভিদ ও প্রাণীকুলের বিকাশ নিশ্চিত করতে হবে ৷ জনসাধারণের কাছে পৃথিবীর সমৃদ্ধ জীববৈচিত্র্য রক্ষার প্রতিশ্রুতি নেওয়ার আহ্বান জানান তিনি । তাঁর টুইটবার্তা, "বিশ্ব পরিবেশ দিবসে আমরা আমাদের গ্রহের সমৃদ্ধ জীববৈচিত্র্য সংরক্ষণ করার প্রতিশ্রুতি নিই । আসুন আমরা যাদের সাথে পৃথিবী ভাগ করে নিয়েছি সেই উদ্ভিদ ও প্রাণীগুলির সুরক্ষা নিশ্চিত করি । যাতে আমাদের আসন্ন প্রজন্মের জন্য আমরা আরও উন্নততর গ্রহ রেখে যেতে পারি ৷" এছাড়াও প্রধানমন্ত্রী টুইটারে ‘মন কী বাত’ অনুষ্ঠানের ভিডিয়োর কিছুটা অংশ শেয়ার করেন ৷ সেখানে তিনি বৃষ্টির জল সংরক্ষণ ও প্রকৃতির সমৃদ্ধ বৈচিত্র্য রক্ষার কথা উল্লেখ করেন ।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লেখেন, বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা ৷ আমাদের প্রাচীন জ্ঞান আমাদের জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশ সংরক্ষণ করতে শিখিয়েছিলেন । পৃথিবীকে সবুজায়ন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ।