পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কলকাতা বিমানবন্দরে দেখা, মোদি-পত্নীকে শাড়ি-মিষ্টি উপহার মমতার - Mamata Banerjee-Jashodaben Dumdum airport

কলকাতা বিমানবন্দরে হঠাৎ দেখা মমতা ও যশোদাবেনের ৷

কলকাতা বিমানবন্দরে দেখা, মোদি-পত্নীকে শাড়ি-মিষ্টি উপহার মমতার

By

Published : Sep 17, 2019, 5:52 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর : মঙ্গলবার দিল্লি উড়ে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর একাধিক কর্মসূচির মধ্যে একটি হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ ৷ এরমধ্যেই দুপুরে কলকাতায় দমদম বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আচমকাই দেখা হয়ে যায় প্রধানমন্ত্রীর স্ত্রীর ৷ নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেনের সঙ্গে দেখা হওয়ার পরই তাঁকে শাড়ি ও মিষ্টি উপহার দেন মমতা ৷

আজ অর্থাৎ 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 69তম জন্মদিন ৷ স্বামীর মঙ্গল কামনায় বাংলায় পুজো দিতে এসেছিলেন যশোদাবেন৷ পশ্চিম বর্ধমানের আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তিনি ৷ সঙ্গে ছিলেন ভাই অশোক ও তাঁর স্ত্রী ৷ ফেরার বিমান ছিল কলকাতা থেকেই ৷ সেই সূত্রেই দেখা হয় মমতা ও যশোদার ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ও আজ সকালেই টুইটারে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীকে ৷ বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনিও ৷

ABOUT THE AUTHOR

...view details