ভুবনেশ্বর, 28 ফেব্রুয়ারি : একাধিক ইশুতে বিভিন্ন সময় একে অপরকে আক্রমণ করতে ছাড়েননি তাঁরা । নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হওয়ার তা আরও চরমে পৌঁছায় । সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল এক টেবিলে । একসঙ্গে বৈঠক তো করলেনই, মধ্যাহ্নভোজের সময় মুখোমুখি বসতেও দেখা গেল তাঁদের । বাংলাকে বঞ্চনা করা হচ্ছে বললেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসেই রায়তা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
আজ পূর্বাঞ্চলীয় আন্তঃরাজ্য পরিষদ বা ইস্টার্ন জ়োনাল কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হল ওড়িশায় ৷ এই বৈঠকে যোগ দিয়েছিলেন পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড ও সিকিমের মুখ্যমন্ত্রীরা ৷ বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে ৷ বৈঠকে বঞ্চনার কথা তুলেছেন জানিয়ে তিনি বলেন, ‘‘20 তারিখে ট্রেজ়ারিতে টাকা এলে 1 তারিখে কী করে বেতন হবে ? আমি সব রাজ্যের হয়েই বলেছি ৷ আমাদের 50 হাজার কোটি টাকা বকেয়া রয়েছে ৷ আমরা বুলবুলের টাকাও পাইনি, ফণির টাকাও পাইনি ৷ ’’
দিল্লির বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘বৈঠকে এই বিষয়ে কোনও কথা না হলেও আমি শুরুতেই এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছি ৷ অত্যন্ত দুঃখজনক ঘটনা ৷ মৃতদের পরিবারকে সাহায্য করা উচিত ৷’’ পরে তা নিয়ে আরও একবার বলেন, ‘‘পরিবারগুলি বড় অসহায় ৷ তাদের সাহায্য করা উচিত ৷ দেশের কোনও প্রান্তে অশান্তি হলে তার আঁচ সমগ্র দেশেই ছড়িয়ে পড়ে ৷’’