দিল্লি, 19 জুলাই : পলাতক ব্যাবসায়ী বিজয় মাল্য দাবি করেছেন যে উনি বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে নেওয়া নয় হাজার কোটি টাকা ঋণ শোধ করবেন। যদিও বিষয়টিকে “মিথ্যা প্রহসন” বলে মনে করছে প্রত্যেকটি ব্যাঙ্ক। রাজ্যসভার প্রাক্তন সদস্য ও এখন দেউলিয়া কিংফিশার এয়ারলাইন্সের মালিক বিজয় মাল্য 2016 সালে ভারত থেকে পালিয়ে যান। চার বছরেরও বেশি সময় ধরে পলাতক ব্যবসায়ী এখন ভারতীয় ব্যাঙ্কগুলিকে ঋণ পরিশোধ করার প্রকাশ্য প্রতিশ্রুতি দিচ্ছেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, ঋণ শোধ করতে চাইলেও ব্যাঙ্কগুলি তাঁর সাথে সহযোগিতা করছে না। যদিও ব্যাঙ্ক কর্তারা মনে করেছেন, তাঁর করা এই দাবিটি কৌশলগত কোনও বিশেষ কারণ।
“In the case of Mallya, he does say it again and again that he has got the money to pay. What I hear is that he got the money to pay but the money is not like that there is a big closet full of cash from where he takes it out and gives it to State Bank of India to get a clean chit,” said Prabhakar Kaza, former CEO of SBI UK.
UK এবং ভারতীয় ব্যাঙ্কের সঙ্গে যুক্ত প্রভাকর কাজা বিজয় মাল্যের এই দাবি নিয়ে বলেন, "অন্য ব্যবসায়ীদের মতো বিজয় মাল্যও তাঁর অর্থ, শেয়ার এবং সম্পত্তির পরিমাণ দেখিয়ে বলেছেন এই সম্পত্তিগুলি উপযুক্ত মূল্যে বিক্রি করে ব্যাঙ্কগুলিকে তাদের পাওনা মিটিয়ে দেবেন।" এই দাবিকে তিনি কেবলমাত্র সমীহ আদায়ের চেষ্টা বলে মনে করেছেন ।
“Whenever State Bank of India, as the head of the consortium asked him to pay back, every time he gives a whole list and says if he liquidates all this at this rate then he will be able to repay,” Kaza said while elaborating about the fugitive liquor baron’s publicity stunt.