পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লিতে এবার 10 হাজার বেডের অস্থায়ী কোভিড হাসপাতাল - 10 হাজার বেডের অস্থায়ী কোভিড হাসপাতাল

মাত্রা ছাড়া সংক্রমণের দিকে তাকিয়ে এবার আপৎকালীন অস্থায়ী হাসপাতাল গড়তে চলেছে দিল্লি সরকার৷ দক্ষিণ দিল্লির ছাতারপুরে 10 হাজার বেডের এই হাসপাতাল গড়া হচ্ছে৷ আগামী 15 দিনের মধ্যে হাসপাতাল চালু করা যাবে বলে জানাচ্ছে প্রশাসন৷

makeshift Covid-19 hospital of 10 thousand beds at delhi
দিল্লিতে অস্থায়ী কোভিড হাসাপাতাল৷

By

Published : Jun 15, 2020, 3:16 AM IST

দিল্লি, 14 জুন: বাড়তি সংক্রমণের দিকে তাকিয়ে আপৎকালীন অস্থায়ী হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত দিল্লি সরকারের৷ ছাতারপুরে গড়ে তোলা হবে 10 হাজার বেডের এই হাসপাতাল৷ এর জন্য আধ্যাত্মিক সংগঠন রাধা স্বামী সৎসঙ্গের দক্ষিণ দিল্লির ক্যাম্পাসটিকে অধিগ্রহণ করা হয়েছে৷

রবিবার রাধা স্বামী সৎসঙ্গের দক্ষিণ দিল্লির ক্যাম্পাস পরিদর্শন করেন উপরাজ্যপাল অনিল বাইজাল৷ সঙ্গে ছিলেন রাধা স্বামী সৎসঙ্গের অধিকর্তারা৷ এছাড়াও ছিলেন স্থানীয় জেলাশাসক বিএম মিশ্র, মহকুমাশাসক সোনালিকা জিবানি৷ কীভাবে চত্বরটিকে হাসপাতাল হিসেবে গড়ে তোলা যায়, সেই বিষয়ে রবিবার উপরাজ্যপাল কথা বলেন সংশ্লিষ্ট অধিকর্তাদের সঙ্গে৷

ETV ভারতকে মহকুমাশাসক সোনালিকা জিবানি জানান, এখানে 10 হাজার বেডের ব্যবস্থা করা হবে৷ চত্বরটির দৈর্ঘ্য 1 হাজার 700 ফুট৷ 700 ফুট চওড়া৷ আগামী 15 দিনের মধ্যে হাসপাতালটিকে গড়ে তোলার বিষয়ে যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে৷

সোনালিকা জিবানি আরও জানান, অস্থায়ী হাসপাতালের চিকিৎসা পরিষেবার দায়িত্ব দিল্লি সরকারের স্বাস্থ্য দপ্তরের ৷ অধিকাংশ বেডেই অক্সিজেন ও ভেন্টিলেশনের ব্যবস্থা থাকবে৷ এছাড়া রোগীদের যাতে অসুবিধা না হয় তার জন্য কুলার, ফ্যান ও লাইটের ব্যবস্থা করা হচ্ছে৷

সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে বর্তমানে দিল্লিতে কোরোনা চিকিৎসায় বেডের পরিমাণ 9 হাজার 647৷ এর মধ্যে 5 হাজার 402 টি বেডে বর্তমানে রোগীদের চিকিৎসা চলছে৷ এদিকে, সম্প্রতি একটি সমীক্ষায় জানা গিয়েছে, জুলাইয়ের শেষে দিল্লিতে 5 লাখ ছাড়াবে আক্রান্তের সংখ্যা৷ এই কথা জানার পরেই অস্থায়ী হাসপাতালের তোড়জোড় শুরু করে দিল্লি সরকার৷

ABOUT THE AUTHOR

...view details