পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 8, 2019, 11:19 AM IST

ETV Bharat / bharat

সন্ত্রাসবাদ দমনে সরকারের নীতিতে বড় বদল হয়েছে : বায়ুসেনা প্রধান

বায়ুসেনা প্রধান রাকেশ কুমার সিং ভাদুড়িয়ার মতে, পাকিস্তানে ঢুকে জইশ-ই-মহম্মদের ক্যাম্পে বোমাবর্ষণ করার সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তায় ভারত সরকারের একটা বড় পদক্ষেপ ৷

IAF

দিল্লি, 8 অক্টোবর : পুলওয়ামার হামলার স্মৃতি দেশের নিরাপত্তার জন্য সবসময় তৈরি থাকার বার্তা দেয় ৷ দেশের নিরাপত্তার জন্য সেনাবাহিনীকে সবসময় তৈরি থাকতে হবে ৷ দিল্লিতে বায়ুসেনা দিবসের অনুষ্ঠানে পুলওয়ামা হামলা প্রসঙ্গে মন্তব্য বায়ুসেনার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুড়িয়ার ৷

8 অক্টোবর দিল্লিতে পালিত হয় বায়ুসেনার 87 তম বর্ষপূর্তি ৷ সেখানে রাকেশ কুমার সিং ভাদুড়িয়া বলেন , "বর্তমানে আমাদের দেশের আশপাশে নিরাপত্তা পরিস্থিতি যথেষ্ঠ উদ্বেগজনক ৷ আমাদের সবসময় তৈরি থাকতে হবে ৷ "

চলতি বছরের 14 ফেব্রুয়ারি জম্মু-শ্রীনগর হাইওয়ের পুলওয়ামাতে সেনের কনভয়ে আত্মঘাতী হামলা হয় ৷ 40 জন CRPF জওয়ান প্রাণ হারান ৷ হামলার দায় নেয় জইশ-ই-মহম্মদ ৷ পাকিস্তানে এয়ার স্ট্রাইক করে হামলার জবাব দেয় ভারত ৷ রাকেশ কুমার সিং ভাদুড়িয়ার মতে, পাকিস্তানে ঢুকে জইশ-ই-মহম্মদের ক্যাম্পে বোমাবর্ষণ করার সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তায় ভারত সরকারের একটা বড় পদক্ষেপ ৷

বায়ুসেনার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুড়িয়া বলেন, "সন্ত্রাসবাদ দমনে সরকারের নীতিতে বড় বদল হয়েছে ৷ তার প্রমাণ বালাকোটে বায়ুসেনার অভিযান ৷ সন্ত্রাসবাদের ষড়যন্ত্রকারীদের শাস্তি দেওয়ার সিদ্ধান্তের ফল বালাকোট অভিযান ৷ " "

ABOUT THE AUTHOR

...view details