দিল্লি, 12 সেপ্টেম্বর : বড়সড় রদবদল কংগ্রেসের সাংগাঠনিক স্তরে । দলের সাধারণ সম্পাদক স্তর থেকে সরানো হল গুলাম নবি আজ়াদকে । সম্প্রতি বিদ্রোহী চিঠির জন্যই কি সরানো হল গুলামকে ? উঠেছে সেই প্রশ্ন । দলের অভ্যন্তরের সংস্কার এবং স্থায়ী সভাপতি নির্বাচনের দাবিতে সরব হয়েছিলেন কয়েকজন কংগ্রেস নেতা । গুলম নবি আজ়াদও তাঁদের মধ্যে একজন ।
গত রাতে কংগ্রেসের শীর্ষ সংগঠনের রদবদল সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় । সেখানে উল্লেখ করা হয়, সাধারণ সম্পাদক পদ থেকে সরানো হয়েছে গুলাম নবি আজ়াদকে । পাশাপাশি হরিয়ানার দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক পদ থেকেও সরানো হয়েছে তাঁকে । পরিবর্তে বিবেক বনসলকে নতুন কেন্দ্রীয় পর্যবেক্ষক পদে নিযুক্ত করা হয়েছে । তবে কংগ্রেসের নতুন ওয়ার্কিং কমিটিতে রয়েছে গুলামের নাম । সাধারণ সম্পাদকের তালিকা থেকে শুধুমাত্র গুলাম নবি আজ়াদের নাম বাদ পড়েছে তা নয় । একসঙ্গে সরানো হয়েছে মল্লিকার্জুন খাড়গে, মতিলাল ভোরা ও অম্বিকা সোনিকে ।
কংগ্রেসের অভ্যন্তরে প্রবীণ-নবীন দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে প্রকট । সেই ছাপ দেখা গেছে রাজস্থানে, গেহলত-পাইলট দ্বন্দ্বে । ওই সময়ে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে রাজস্থানে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের প্রভাব পড়েছে । অনেকে বৈঠকে রাহুল গান্ধিকে দলের সভাপতি পদে চেয়েছেন । মতবিরোধ হয়েছে দুই পক্ষে । আবার তার কয়েকদিন পর দলের অভ্যন্তরের সংস্কার ও স্থায়ী সভাপতি চেয়ে সোনিয়া গান্ধিকে চিঠি দিয়েছিলেন কংগ্রেসের কয়েকজন নেতা । তার কয়েক সপ্তাহের মধ্যে কংগ্রেসের এই রদবদল । নির্বাচনের পথে না গিয়ে সরাসরি মনোনয়নের মাধ্যমে নতুন সদস্যকে নিযুক্ত করলেন অন্তবর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ।
এই রদবদলের পর গুরুত্ব বাড়ছে রণদীপ সুরজেওয়ালার । সোনিয়াকে পরামর্শ দেওয়ার জন্য ছয় সদস্যের একটি উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়েছে । সেই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন সুরজেওয়ালা । যিনি রাহুল গান্ধির অনুগত হিসেবে বেশি পরিচিত । সুরজেওয়ালার পাশাপাশি রয়েছেন এ কে অ্যান্টনি, আহমেদ প্যাটেল, অম্বিকা সোনি, কে সি ভেনুগোপাল এবং মুকুল ওয়াসনিক ।