পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মসনদে ফের মোদি থেকে CAA বিতর্ক : একনজরে জাতীয় রাজনীতি - কী ঘটেছে 2019-এ

জাতীয় রাজনীতির ক্ষেত্রে 2019 ঘটনাবহুল বছর ৷ এ'বছরই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয়েছে 370 ধারা ৷ পাশ হয়েছে CAA-ও ৷ যা নিয়ে বিতর্ক কম হয়নি ৷

National Politics at a glance
একনজরে জাতীয় রাজনীতি

By

Published : Dec 31, 2019, 6:46 PM IST

Updated : Dec 31, 2019, 7:23 PM IST

শেষ হচ্ছে 2019 ৷ দ্বিতীয়বার নরেন্দ্র মোদির ক্ষমতা দখল থেকে শুরু করে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ - এ'বছরই দেশ সাক্ষী থেকেছে এমন গুরুত্বপূর্ণ অনেক রাজনৈতিক ঘটনার ৷ আরও কী কী হয়েছে এ'বছর... দেখে নেব একনজরে ৷

  • ফের ক্ষমতায় নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন NDA । BJP একাই পায় 303 টি আসন । মাত্র 52টি আসন জিততে সক্ষম হয় কংগ্রেস । ফের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদি । মোট সাত দফায় হয় নির্বাচন ।
    দ্বিতীয়বারের জন্য দিল্লির মসনদে নরেন্দ্র মোদি
  • রাহুল গান্ধি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, জয়া প্রদা, কানহাইয়া কুমার, দেবেগৌড়া, সলমন খুরশিদ, মেহবুবা মুফতি, শত্রুঘ্ন সিনহার মতো স্টার প্রার্থীরা লোকসভা ভোটে পরাজিত হন ।
  • 5 জুলাই : লোকসভায় বাজেট পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের । পেট্রল-ডিজ়েলে চাপানো হয় বাড়তি কর । দুই কোটি টাকার বেশি আয় সম্পন্ন ধনীদের আয়করে বসানো হয় বাড়তি সারচার্জ ।
    সংসদে বাজেট পেশ করছেন নির্মলা সীতারমণ
  • 1 অগাস্ট : তাৎক্ষণিক তিন তালাক বিলে সম্মতি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের । লোকসভায় ও রাজ্যসভায় পাশ হওয়ার পর বিলে সম্মতি প্রদান রাষ্ট্রপতির ।
  • 5 অগাস্ট : সংবিধানের 370 ধারা বাতিল করে কেন্দ্রীয় সরকার । সংসদে তা অনুমোদনের পর সিদ্ধান্তে সিলমোহর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের । 31 অক্টোবর থেকে দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ জম্মু-কাশ্মীর ও লাদাখের ।
    সংবিধান থেকে 370 ধারা বাতিল করল কেন্দ্রীয় সরকার
  • 11 অগাস্ট : কংগ্রেসের অন্তর্বতী সভানেত্রী হন সোনিয়া গান্ধি ।
  • 22 অগাস্ট : INX মিডিয়া মামলায় আর্থিক তছরুপের অভিযোগে CBI-এর হাতে গ্রেপ্তার পি চিদম্বরম ।
    INX মিডিয়া মামলায় গ্রেপ্তার পি চিদম্বরম
  • 28 অক্টোবর : দ্বিতীয়বারের জন্য হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে শপথ মনোহর লাল খট্টরের । উপমুখ্যমন্ত্রী করা হয় JJP প্রধান দুষ্যন্ত চৌটালাকে । নির্বাচনে ম্যাজিক ফিগার থেকে ছয়টি আসন কম পায় BJP৷ ক্ষমতা ধরে রাখতে JJP-র হাত ধরে BJP ৷
  • 8 নভেম্বর : গান্ধি পরিবারের সদস্যদের থেকে SPG প্রত্যাহারের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের ।
    SPG সুরক্ষা আর পাচ্ছে না গান্ধি পরিবার
  • 9 নভেম্বর : অযোধ্যার বিতর্কিত 2.77 একর জমি রামলালাকে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের ৷ সেখানে রামমন্দির নির্মাণে বাধা নেই । জানায় সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ । মসজিদ নির্মাণের জন্য অযোধ্যাতেই মুসলিম পক্ষকে পাঁচ একর জমি দেওয়ার নির্দেশ ।
    অযোধ্যা জমিজটের সমাধান করল সুপ্রিম কোর্ট
  • 10 ডিসেম্বর : কর্নাটকের উপনির্বাচনে 15টির মধ্যে 12টি আসন জিতে সংখ্যা গরিষ্ঠতা লাভ BJP-র । ধরাশায়ী কংগ্রেস । কয়েক মাস আগে বিধানসভার তৎকালীন স্পিকার কে আর রমেশ কুমার কয়েকজন বিধায়কদের সদস্যপদ বাতিল করেন । নির্দেশ দেন, 2023 পর্যন্ত ভোটে লড়াতে পারবেন না ওই বিধায়করা । সুপ্রিম কোর্ট বহিষ্কৃত ওই বিধায়কদের সদস্যপদ খারিজের সিদ্ধান্ত বহাল রাখলেও জানিয়ে দেয়, ভোটে লড়তে পারবেন পদত্যাগী বিধায়করা । এরপরই হয় ভোট । 13 জন দলত্যাগীকে প্রার্থী করে BJP।
  • 14 নভেম্বর : রাফাল নিয়ে জমা পড়া সব রিভিউ পিটিশন খারিজ সুপ্রিম কোর্টের ।
  • 20 নভেম্বর : দেশজুড়ে NRC হবেই । রাজ্যসভায় ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ।
    দেশজুড়ে NRC হবেই, বললেন অমিত শাহ
  • অনেক টালবাহানার পর মহারাষ্ট্রে কংগ্রেস ও NCP-র সঙ্গে জোট গড়ে সরকার গঠন শিবসেনার । মুখ্যমন্ত্রী হন উদ্ধব ঠাকরে । এর আগে শরদ পাওয়ারের ভাই অজিত পাওয়ার BJP-কে সমর্থন করেন । মুখ্যমন্ত্রী হন দেবেন্দ্র ফড়নবিশ । অজিতকে উপ-মুখ্যমন্ত্রী করা হয় । কিন্তু, তাঁর নেতৃত্বাধীন সরকার সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে পারবে না বুঝে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন দেবেন্দ্র । ফের NCP-তে ফিরে যান অজিত ।
    কে হবে মহারাষ্ট্রের চালিকাশক্তি, তা নিয়ে টালবাহানা চলেছিল প্রচুর
  • 11 ডিসেম্বর : রাজ্যসভায় পাশ নাগরিকত্ব সংশোধনী বিল 2019 । পক্ষে ভোট পড়ে 125টি, বিপক্ষে 105টি । শিবসেনা ভোটে অংশ না নিয়ে ওয়াক আউট করে । সই করে বিলকে আইনে পরিণত করেন রাষ্ট্রপতি ৷
  • নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তাল অসমসহ উত্তরপূর্বের একাধিক রাজ্য । একাধিক জনের মৃত্যু । পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনাসহ একাধিক জেলায় অশান্তি । ট্রেনে ভাঙচুর, আগুন ।
    নাগরিকত্ব সংশোধনী আইন, 2019-এর প্রতিবাদে উত্তাল অসম থেকে পশ্চিমবঙ্গ
  • 13 ডিসেম্বর : অযোধ্যা মামলার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে জমা পড়া সব রিভিউ পিটিশন খারিজ সুপ্রিম কোর্টের । 2 ডিসেম্বর রিভিউ পিটিশনের আবেদন করা হয় ।
  • 18 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইনের উপর স্থগিতাদেশের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের ।
  • 20 ডিসেম্বর : CAA নিয়ে দেশজুড়ে চলা অশান্তির মধ্যেই আশ্বাসবাণী স্বরাষ্ট্রমন্ত্রকের । নাগরিকত্বের প্রমাণ দেওয়ার জন্য প্রয়োজন জন্ম তারিখ বা জন্মস্থান সংক্রান্ত নথি ৷ কোনও নাগরিক প্রয়োজনে দুই তথ্যের নথিই জমা করতে পারেন । টুইট স্বরাষ্ট্রমন্ত্রকের ।
  • 21 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনে উত্তরপ্রদেশে 10 থেকে 21 ডিসেম্বর পর্যন্ত মৃত 15 । জানায় সেরাজ্যের প্রশাসন ।
Last Updated : Dec 31, 2019, 7:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details