পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

যৌন হেনস্থার অভিযোগ, বহিষ্কৃত মেজর জেনেরাল - Major General Serving In Assam Rifles Dismissed Without Pension For Harassment

জসওয়ালের কোর্ট মার্শাল হওয়ার খবর মেনে নিয়েছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত । তিনিই জুলাই মাসে এই নির্দেশে সই করেন বলে জানা গেছে ।

যৌন হেনস্থার অভিযোগ, বহিষ্কৃত মেজর জেনেরাল

By

Published : Aug 16, 2019, 5:15 PM IST

দিল্লি, 16 অগাস্ট : সহকর্মীকে যৌন হেনস্থার অভিযোগে বহিষ্কৃত মেজর জেনেরাল আর এস জসওয়াল । তিনি অসম রাইফেলসে কর্মরত ছিলেন ।

জসওয়ালের কোর্ট মার্শাল হওয়ার খবর মেনে নিয়েছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত । তিনিই জুলাই মাসে এই নির্দেশে সই করেন বলে জানা গেছে ।

2016 সালে যৌন হেনস্থার ঘটনাটি ঘটেছিল আর্মির ওয়েস্টার্ন কমান্ডে । জসওয়ালের (সেসময় ওয়েস্টার্ন কমান্ডে কর্মরত ছিলেন তিনি) বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন ক্যাপ্টেন পদমর্যাদা সম্পন্ন এক মহিলা অফিসার ।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details