পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মহারাষ্ট্র বিধানসভায় অধ্যক্ষ কংগ্রেসের, বিরোধী দলনেতা ফড়নবিশ - the leader of opposition is Devendra Fadnavis

শনিবারই আস্থা ভোটে জয়ী হন উদ্ধব ঠাকরে ৷ উদ্ধবের শপথ নেওয়া থেকেই জল্পনা ছিল স্পিকার পদ পেতে চলেছে কংগ্রেস ৷ সেই মতই পাটোলের নাম প্রস্তাব করা হয়েছিল ৷

image
নানা পাটোলে

By

Published : Dec 1, 2019, 3:09 PM IST

Updated : Dec 1, 2019, 3:18 PM IST

মহারাষ্ট্র, 1 ডিসেম্বর : জল্পনার ইতি ৷ মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষের পদ পেল কংগ্রেস ৷ অধ্যক্ষ হলেন কংগ্রেস বিধায়ক নানা পাটোল ৷ BJP তাদের মনোনীত প্রার্থী কিষাণ কাতোরের নাম প্রত্যাহার করে নেওয়ার পরই ঠিক হয়ে যায় অধ্যক্ষ হিসাবে মহারাষ্ট্রের বিধানসভায় আসতে চলেছেন পাটোল ৷ পাশাপাশি বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে দায়িত্ব নিলেন দেবেন্দ্র ফড়নবিশ ৷

সাকোলি বিধানসভার বিধায়ক পাটোল ৷ রাজনৈতিক জীবন কংগ্রেসে শুরু করলেও 2014 সালের লোকসভা নির্বাচনে BJP-র টিকিটে ভাণ্ডারা-গোণ্ডিয়া লোকসভা আসন থেকে লড়াই করেন তিনি ৷ ওই কেন্দ্র থেকে তিনি হারান প্রফুল্ল প্যাটেলকে ৷ যদিও 2017 সালে তৎকালীন মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী দেবন্দ্র ফড়নবিশের সঙ্গে দূরত্ব তৈরি হলে ফের কংগ্রেসে ফেরেন ৷

গতকালই আস্থা ভোটে জয়ী হন উদ্ধব ঠাকরে ৷ উদ্ধবের শপথ নেওয়া থেকেই জল্পনা ছিল স্পিকার পদ পেতে চলেছে কংগ্রেস ৷ সেই মতই পাটোলের নাম প্রস্তাব করা হয়েছিল ৷ গেরুয়া শিবির তাদের অধ্যক্ষের প্রার্থী প্রত্যাহার করে নেওয়ায় বিনা প্রতিদ্বন্দিতায় জিতে যান নানা ৷

Last Updated : Dec 1, 2019, 3:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details