পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

খিচুড়ি নয়, স্থায়ী সরকার দরকার মহারাষ্ট্রে : দেবেন্দ্র ফড়নবিশ - মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ দেবেন্দ্র ফড়নবিশের

আজ সকালে রাজভবনে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন NCP বিধায়ক দলের নেতা অজিত পাওয়ার ৷ আর শপথ নিয়েই বিরোধী জোটকে আক্রমণ করে দেবেন্দ্র ফড়নবিশের বক্তব্য, খিচুড়ি নয়, স্থায়ী সরকার দরকার মহারাষ্ট্রে ৷

শপথ গ্রহণ

By

Published : Nov 23, 2019, 1:48 PM IST

Updated : Nov 24, 2019, 7:28 AM IST

মুম্বই, 23 নভেম্বর : সাতসকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৷ এই নিয়ে মুখ্যমন্ত্রী পদে দু'বার বসলেন ৷ আর শপথ নিয়েই বিরোধী জোটকে আক্রমণ করে দেবেন্দ্র ফড়নবিশের বক্তব্য, খিচুড়ি নয়, স্থায়ী সরকার দরকার মহারাষ্ট্রে ৷

24 অক্টোবর মহারাষ্ট্র বিধানসভার ফল ঘোষণা হয়েছে ৷ কিন্তু, কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ৷ 288 আসনের বিধানসভায় সবচেয়ে বেশি আসন পেয়েছে BJP ৷ 105টি ৷ আর ভোটের সময় তাদের সঙ্গী শিবসেনা পায় 56টি আসন ৷ NCP জেতে 54টি আসনে ৷ এবং কংগ্রেস পায় 44টি আসন ৷

ফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী পদ নিয়ে শিবসেনা এবং BJP-র মধ্যে দ্বন্দ্ব শুরু হয় ৷ শিবসেনা দাবি করে, আড়াই বছর করে দুটি দলের মুখ্যমন্ত্রী থাকবেন ৷ তাতে রাজি হয়নি BJP ৷ এরপর NCP এবং কংগ্রেসের সঙ্গে সরকার গঠনের তোড়জোড় শুরু করে শিবসেনা ৷ এই তিনটি দল মিলে সরকার গঠনের পথে এগোতে থাকে ৷ গতকাল তিন দলের বৈঠক শেষে NCP সুপ্রিমো শরদ পাওয়ার বলেন, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেকে সর্বসম্মত ভাবে মুখ্যমন্ত্রীর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই তিন দল খুব শিগগির সরকার গড়ছে বলে জল্পনা ছড়ায় ৷

এই জল্পনার মাঝেই আজ সকালে রাজভবনে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন NCP বিধায়ক দলের নেতা অজিত পাওয়ার ৷

আর শপথ গ্রহণ শেষে বিরোধী জোটকে আক্রমণ করেন দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে বসা দেবেন্দ্র ফড়নবিশ ৷ বলেন, "জনগণ স্পষ্ট জনাদেশ দিয়েছে ৷ কিন্তু, ফল ঘোষণার পর শিবসেনা অন্যদলের সঙ্গে জোট করে সরকার গঠনের চেষ্টা করে ৷ যার জেরে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয় ৷ " বিরোধীদের আক্রমণ করে এরপরই তিনি বলেন, "কোনও খিচুড়ি সরকার নয়, মহারাষ্ট্রে স্থায়ী সরকার দরকার ৷ কোনও তিনদল সরকার গঠন করবে, আর তা চলবে না, এটা হতে পারে না ৷" তাঁরা মহারাষ্ট্রে স্থায়ী সরকার দেবেন বলে দাবি করেন দেবেন্দ্র ফড়নবিশ ৷

দেখুন ভিডিয়ো...

সরকার গঠনের পর দেবেন্দ্র ফড়নবিশকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের চিঠি পাঠাবেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি ৷ সেই চিঠি পাওয়ার পর বিধানসভায় তাঁরা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবেন বলে মন্তব্য করেন দেবেন্দ্র ফড়নবিশ ৷

Last Updated : Nov 24, 2019, 7:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details