মুম্বই, 12 জুন : কোরোনায় আক্রান্ত মহারাষ্ট্রের মন্ত্রী ধনঞ্জয় মুণ্ডে । তাঁর ব্যক্তিগত সহকারি ও দপ্তরের আরও এক কর্মীও আক্রান্ত হয়েচেন । এই নিয়ে মহারাষ্ট্রে তৃতীয় কোনও মন্ত্রী কোরোনায় আক্রান্ত হলেন । জানা গেছে, মঙ্গলবার তিনি মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন । তাঁর সংস্পর্শে আসা সকলকে কোয়ারানটিনে পাঠানো হয়েছে । তাঁদেরও কোরোনা পরীক্ষা হবে বলে জানা গেছে ।
মহারাষ্ট্রের পারলি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ধনঞ্জয় মুণ্ডে সামাজিক ন্যায় বিভাগের মন্ত্রী । কোরোনা পরিস্থিতিতেও কাজ চালিয়েছেন তিনি । মঙ্গলবারই মন্ত্রিসভার বৈঠক করেন । বুধবার অসুস্থ বোধ করায় কোরোনা পরীক্ষা হয় তাঁর । আজ সকালে তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । এর আগে মহারাষ্ট্র বিধানসভার মন্ত্রী জিতেন্দ্র আওয়াধ ও অশোক চহ্বানও কোরোনায় আক্রান্ত হন । যদিও আপাতত এই দু'জন কোরোনামুক্ত ।