পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা আক্রান্ত মহারাষ্ট্রের আবাসনমন্ত্রী - corona latest update

কোরোনা আক্রান্ত হলেন মহারাষ্ট্রের আবাসনমন্ত্রী জিতেন্দ্র আওহাদ । বুধবার হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি ।

Jitendra Awhad
Jitendra Awhad

By

Published : Apr 24, 2020, 9:34 AM IST

মুম্বই, 24 এপ্রিল : কোরোনা আক্রান্ত হলেন মহারাষ্ট্রের আবাসনমন্ত্রী জিতেন্দ্র আওহাদ । তাঁর নমুনা কোভি়ড-19 টেস্টের জন্য পাঠানো হয়েছিল । রিপোর্ট পজ়িটিভ । তাঁর পরিবারের সদস্যদের 10দিন ধরে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে ।

কোরোনা আক্রান্ত হন জিতেন্দ্র আওহাদের এক নিরাপত্তাকর্মী । এরপর জিতেন্দ্র আওহাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারান্টাইনে রাখা হয় । কোভিড টেস্ট হয় মন্ত্রীর । প্রথম রিপোর্ট নেগেটিভ আসে । কিন্তু দ্বিতীয় রিপোর্ট আসে গতকাল । স্বাস্থ্য আধিকারিকের তরফে জানানো হয়, কোরোনা আক্রান্ত জিতেন্দ্র আওহাদ । বুধবার হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি ।

দিল্লির তাবলঘি জামাতে মুম্বইয়ের অনেক ব্যক্তি অংশ নিয়েছিলেন । থানের এক পুলিশ অফিসরের সঙ্গে এই মাসের প্রথম দিকে জিতেন্দ্র বাবু সেই ব্যক্তিদের খোঁজ করছিলেন । যদি সেই পুলিশকর্মীও আক্রান্ত হয়ে থাকেন তবে অনেককেই সংক্রমিত করতে পারেন । অর্থাৎ, সাংবাদিক, অন্যান্য পুলিশকর্মী সহ জিতেন্দ্র আওহাদকেও সংক্রমিত করতে পারেন তিনি, এমন মনে করছেন স্বাস্থ্য আধিকারিকরা ।

ABOUT THE AUTHOR

...view details